কলকাতা: প্রাথমিকের দুটি মামলা তাঁর এজলাস থেকে সরে গিয়েছে ঠিকই, কিন্তু বাকি মামলা তো আছে। সেই মামলাগুলিতে প্রয়োজন মতো কড়া নির্দেশ দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার ২০১৬ প্রাথমিক নিয়োগ নিয়ে আবারও বড় নির্দেশ দিলেন তিনি। প্রতি জেলাভিত্তিক নিয়োগ তথ্য তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন, নিয়োগ তালিকার ‘কাট অফ’ মার্কস তথ্য আদালতে জমা দিতে হবে। প্রতি জেলায় জাতিগত, ক্যাটাগরি ভিত্তিক, মিডিয়াম অনুযায়ী সর্বশেষ নিয়োগপ্রাপকদের নম্বর কত তাও জানাতে হবে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২ সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয় সম্পর্কে জানাতে হবে। ২ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। আসলে কেন্দ্রীয় এজেন্সি আগেই দাবি করেছে যে, জেলায় জেলায় দুর্নীতি আরও গভীর হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে সেই সময়ে একাধিক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই এবার এই নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বর্তমানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দুটি মামলা সরে গিয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মামলাকারী সৌমেন নন্দী এবং রমেশ মালিক সংক্রান্ত সরে গিয়েছে তাঁর থেকে। এদিকে অনেকের ধারণা, এই নিয়োগ মামলা থেকে তাঁকে সরানোর জন্য, ফাঁদে ফেলার জন্যই ওই সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তবে বিচারপতির কথায়, এমন আজগুবি কথা তিনি জীবনে কম শুনেছেন। ফাঁদে ফেলার গল্প সম্পূর্ণ উদ্ভট এবং মিথ্যে বলেই দাবি তাঁর।