হাইকোর্টে স্বস্তি পেল ডিএলএড ছাত্রছাত্রীরা, এই কাজ করলে পরীক্ষা দেওয়ায় বাধা নেই

হাইকোর্টে স্বস্তি পেল ডিএলএড ছাত্রছাত্রীরা, এই কাজ করলে পরীক্ষা দেওয়ায় বাধা নেই

কলকাতা: ২০২১-২৩ শিক্ষাবর্ষের প্রথম সেমেস্টারের পরীক্ষা এতদিন ধরে ঝুলে আছে। অস্বস্তি বাড়ছিল অফলাইনে ভর্তি হওয়া ডিএলএড ছাত্রছাত্রীদের। কিন্তু কলকাতা হাইকোর্ট তাদের স্বস্তি দিল। আদালত জানিয়েছে, নিয়ম মেনে ক্লাস করা হয়েছে এমন তথ্যসহ প্রমাণ দেখাতে পারলে তাঁদের আর পরীক্ষা দেওয়ার বাধা থাকবে না। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিইর নির্দিষ্ট নিয়ম থাকে। হাইকোর্ট জানিয়েছে, সেই নিয়ম মেনে ক্লাস করলে পরীক্ষায় বসতে পারবেন ওই প্রার্থীরা। এর জন্য কলেজগুলিকে পড়ুয়াদের হাজিরার পরিসংখ্যান এবং হাজিরা গ্রহণের পদ্ধতি সংক্রান্ত তথ্য আগামী ১ সপ্তাহের মধ্যে জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এরপরই সিদ্ধান্ত নেবে তারা। আসলে এক প্রার্থী হাইকোর্টে মামলা করে দাবি করেছিলেন, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডিএলএড কোর্সে অনলাইনে ভর্তি চালু ছিল। কিন্তু তার পরেও বেশ কয়েক মাস ধরে কলেজগুলি অফলাইনে পড়ুয়া ভর্তি নেয়। সেই ভর্তির পিছনে কয়েক হাজার থেকে লক্ষাধিক টাকা লেনদেন হয়েছে বলেও দাবি করা হয়েছিল। তাই এই মামলার জেরে এতদিন এই সংক্রান্ত সব কাজ বন্ধ রেখেছিল পর্ষদ।