বেজিং: চিনে বহুতল ভেঙে ৫৩ জনের মৃত্যু হয়েছে। মধ্য চিনে এক সপ্তাহ আগে একটি বহুতল ভেঙে পড়ে। ঘটনার জেরে বহুতলের নীচ থেকে উদ্ধার করতে হিমশিম খেতে হয় উদ্ধারকর্মীদের। ঘটনায় ধ্বংসস্তূর থেকে ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত ২৯ এপ্রিল চিনের চাংসা শহরে একটি বহুতল ভেঙে পড়ে। ঘটনার পর থেকেই উদ্ধারকাজ শুরু হয়। শুক্রবার উদ্ধারকাজ শেষ হয়েছে।বৃহস্পতিবার মধ্যরাতে ধ্বংসস্তূপের ভিতর আটকে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় সাড়ে পাঁচদিন পর উদ্ধারের পর চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির গুরুতর কোনও চোট নেই। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন।
তবে বহুতল কীভাবে ভেঙে পড়ল, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। বহুতল নির্মাণের নিয়ম লঙ্ঘনের অভিযোগে চিনা পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বাড়িটির নক্সা ও নির্মাণের দায়িত্বে থাকা পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। চিনা পুলিশ জানিয়েছে, ওই বহুতলে একটি রেস্তোরাঁ ও একটি ক্যাফে ছিল।
অন্যদিকে, চিনের করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হতে শুরু করেছে। চিনে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। যার জেরে চিনের একাধিক শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। চিনের বাণিজ্য নগরী সাংহাই শহরে করোনা পরিস্থিতি সব থেকে ভয়াবহ। তবে বর্তমানে চিনে করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগের উপসর্গ দেখতে পাওয়া যাচ্ছে না। চিনা প্রশাসনের তরফে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী বেজিংয়ে মোট ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জনের শরীরে করোনার উপসর্গ দেখতে পাওয়া গিয়েছে। কঠোর লকডাউনের জেরে চিনের একাধিক শহরে খাবার ও পানীয় জলের আকাল দেখা দিয়েছে। একাধিক শহরের বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।