কলকাতা: রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। কিন্তু এবার তার বিরুদ্ধেই উঠল বড়সড় অভিযোগ। দাবি করা হয়েছে, নিম্নমানের পেসমেকার বসানো হচ্ছে এবং সেই কারণে ইতিমধ্যে এক রোগীর মৃত্যু হয়েছে এই হাসপাতালে। এছাড়াও একাধিক রোগীর শরীরে নিম্ন মানের পেসমেকার ব্যবহারের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে চিন্তিত রোগীর পরিবারের সদস্যরা।
সম্প্রতি জানা গিয়েছে, বিগত কয়েক মাসের মধ্যে একাধিক রোগী এবং তাদের পরিবার নিম্নমানের পেসমেকার বসানোর অভিযোগ তুলেছে এসএসকেএমের বিরুদ্ধে। তাদের দাবি, পেসমেকার বসানোর কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই তা বিকল হয়ে যাচ্ছে। বারবার পাল্টাতে হচ্ছে পেসমেকার। এর ফলে যেমন রোগীর পরিবারের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে শারীরিক কষ্ট বাড়ছে রোগীরও। জীবনহানির আশঙ্কাও থেকে যাচ্ছে বারবার এই ধকলের চোটে। তবে আশঙ্কা নয়, রোগী মৃত্যুর অভিযোগও উঠেছে এই পেসমেকার ইস্যুতে। জানা গিয়েছে, পেসমেকার বিকল হয়ে ইতিমধ্যেই এই হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বিজেপি নেতা খুনে চাঞ্চল্যকর অভিযোগ! National SC Commission’s report on BJP activist death” width=”853″>
হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, আগে যে পেসমেকার বসানো হত, তার দাম ছিল ৭০-৮০ হাজার টাকা। বর্তমানে আর্থিক টানাটানির জেরে ৩০ হাজারের পেসমেকার বসাতে হচ্ছে। আর তাতে মাঝে মধ্যে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে। এই কারণেই ঘটছে এমন ঘটনা। স্বাভাবিকভাবেই এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে আতঙ্কের তা বলাই বাহুল্য। কিন্তু এই ইস্যুতে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।