কলকাতা: প্রবল গরমের মধ্যে কয়েকদিন মাঝে স্বস্তি এসেছিল। খানিক বর্ষণ এবং মেঘলা আবহাওয়ায় তীব্র উত্তাপ থেকে কিছুটা রেহাই পেয়েছিল বঙ্গবাসী। এখন তো আবার ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে হইচই। কিন্তু এই মুহূর্তে খারাপ খবর দিল হাওয়া অফিস। জানান হল, আগামী কয়েকদিন তাপপ্রবাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। এর কারণ অবশ্য সেই ‘মোখা’।
আবহাওয়া দফতর জানিয়েছেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। কিন্তু আচমকা এমন কেন হবে? বলা হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে রাজ্যে দখিনাবাতাস প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হচ্ছে। উলটে উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম এবং শুষ্ক বাতাস ঢুকছে রাজ্যে। সেই কারণেই আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আবহবিদরা এও জানাচ্ছেন, আগামী ১০ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড়। যদিও তা কোন উপকূলের দিকে ধেয়ে যাবে, সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ঘূর্ণিঝড় ‘মোকা’র অভিমুখ পরিবর্তন! বাংলায় প্রভাব কতটা? Know about the path of Cyclone Mokha” width=”853″>
এক্ষেত্রে বলা যায়, ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেলে চট করেই পরিবেশে বদল চলে আসতে পারে। কিন্তু যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ এই তীব্র গরম থেকে রক্ষা পাবে না বঙ্গবাসী। মূলত দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে আভাস মিলেছে। এই জেলাগুলি হল হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর।