‘মোকা’র মোকাবিলায় প্রস্তুত নবান্ন, স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

‘মোকা’র মোকাবিলায় প্রস্তুত নবান্ন, স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: আমফান ঝড় কী অবস্থা করেছিল তা সকলের মনে আছে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি স্বাভাবিকভাবেই কেউ চান না। আর চায় না সরকারও। সেই প্রেক্ষিতে আসন্ন ঘূর্ণিঝড় ‘মোকা’ রুখতে যে রাজ্য সম্পূর্ণ প্রস্তুত তা এদিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, আমফান, ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের পরিস্থিতি যেমন সামাল দেওয়া হয়েছে, তেমনই এই ঘূর্ণিঝড় মোকাবিলা করতেও তাঁর সরকার প্রস্তুত। 

সোমবার নবান্নে ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি সাংবাদিক সম্মেলন করে জানান, আমফান, ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি যেভাবে তাঁর সরকার সামাল দিয়েছে, এইবারও সেই রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই চিন্তার কোনও রকম কারণ নেই বলেই আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে মমতা জানান, দিঘা এবং সুন্দরবনের মতো এলাকায় উদ্ধারকাজের জন্য প্রস্তুতি রাখা হয়েছে। জেলায় জেলায় কন্ট্রোলরুমও তৈরি করা হয়েছে। পাশাপাশি ত্রিপল এবং বাড়তি পোশাকের ব্যবস্থাও রাখা হচ্ছে বলে অবগত করেন মুখ্যমন্ত্রী।