কলকাতা: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কা রাজ্যে, সেই কারণে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হয়ে গেল রাজ্য। অভিনেত্রী আদহা শর্মা অভিনীত এই ছবি প্রদর্শন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় এই ছবি এই ছবি প্রদর্শন হচ্ছে কিনা তা খোঁজ নেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, সিনেমায় যে সমস্ত বিষয় দেখানো হয়েছে তাতে রাজ্যে অশান্তি তৈরি হতে পারে। এই কারণেই এই সিদ্ধান্ত।
এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে এই ছবি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি কার্যত বিজেপিকেই নিশানা করেন। বলেন, একটি রাজনৈতিক দল আগুন নিয়ে খেলছে। আর তাই যে ছবির মাধ্যমে সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সেই ছবি তিনি চলতে দেবেন না। তাঁর কথায়, জাতিগত ও ধর্ম নিয়ে বিভাজন ও বৈষম্য সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তাই কোনও সিনেমা হলে এই ছবি চললে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”‘দ্য কেরল স্টোরি’- তে বেশিরভাগ তথ্যই ভুল বলে দাবি! The Kerala Story and its controversy” width=”853″>
একই সঙ্গে তিনি এই ছবি প্রসঙ্গে এও বলেছেন, সিনেমায় যে সব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে। এই প্রেক্ষিতে তাঁর অভিযোগ, একটি সম্প্রদায়কে হেনস্তা করার জন্য এইসব করা হচ্ছে। আগে ‘কাশ্মীর ফাইলস’ তৈরি করা হল, এখন ‘দ্য কেরালা স্টোরি’। অসত্য এবং বিকৃত কাহিনী দেখিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে তোপ দাগেন তিনি। উল্লেখ্য, এর আগে তামিলনাড়ুতেও এই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। যদিও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্নাটকের এক জনসভা থেকে এই ছবির ভূয়সী প্রশংসা করেছিলেন।