কলকাতা: গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকেও গ্রেফতার করা হয়েছে। আপাতত তিনি তিহাড় জেলে বন্দি। এবার সেই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অভিষেক কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহের গ্রেফতারির দাবিও তুলেছেন। ঠিক কী বলেছেন তিনি?
এদিন মুরারই চাতরা হাই স্কুল কলোনি খেলার মাঠে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই অমিত শাহকে নিশানা করেন তিনি। ঘটনাচক্রে তখন কলকাতাতেই আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিষেক অনুব্রত মণ্ডলের কন্যার ইস্যুতে কথা বলতে গিয়ে বলেন, অনুব্রত মণ্ডলের মেয়ের ১৫০ গুণ সম্পত্তি বেড়েছে বলে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাহলে একই ইস্যুতে অমিত শাহের ছেলেকে গ্রেফতার করা হবে না কেন? প্রশ্ন অভিষেকের। তাঁর দাবি, জয় শাহের ৮০ হাজার শতাংশ সম্পত্তি বেড়েছে, কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেই। যদিও এই মন্তব্য করে অভিষেক এটাও স্পষ্ট করেন যে তিনি কাউকে ‘সমর্থন’ করছেন না। তদন্ত তদন্তের পথেই চলবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত নবান্ন, জানালেন মুখ্যমন্ত্রী! CM Mamata speaks on cyclone situation” width=”853″>
এদিন আবার বিএসএফ প্রসঙ্গ টেনেও অমিত শাহকে একহাত নেন অভিষেক। তাঁর কথায়, গরু চুরিতে প্রত্যক্ষ ও পরোক্ষে মদত দিয়েছে বিএসএফ। বিএসএফ কার অধীনে? অমিত শাহের অধীনে। প্রসঙ্গত, একাধিক ইডি তলবে সাড়া দেননি অনুব্রত কন্যা। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছিল ইডি। পরে তলবে সাড়া দিতেই দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে তারা। গত ৭ মার্চ অনুব্রত মণ্ডলকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। সুকন্যাও ওই তিহাড়েই রয়েছেন এখন।