কৃষ্ণনগর: ভালবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল ছেলেটা… প্রতিবেশী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কও ছিল… কিন্তু, সেই সম্পর্কই ডেকে আনল বিপদ! স্বপ্ন পূর্ণতা আগেই শেষ হয়ে গেল জীবন… ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল যুবকের।
মৃত যুবকের নাম সমীর হালদার। বাড়ি, চাকদহের চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বারোয়ারি কালিতলা এলাকায়। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রতিবেশি এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পেশায় বেসরকারি টেলিকম সংস্থার কর্মী সমীরের। সোমবার ভোরে ঘরের মধ্যে থেকে সেই ছেলেরই ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। খবর দেওয়া হয় থানায়। দেহ উদ্ধার করে কল্যাণীতে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস।
মৃতের পরিবারের দাবি, দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিল সমীর। প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও সমীরকে বিয়ে করতে নিমরাজি ছিল প্রেমিকা। অভিযোগ, ম্যারেজ রেজিস্ট্রি ফর্ম ফিলাপ করার পরেও বারবার পিছিয়ে গিয়েছে প্রেমিকার বাড়ির লোকজন। ফলে মানসিকভাবে ভেঙে পড়ে সমীর। এমনকি, প্রেমিকা ও তার মা অকথ্য ভাষায় সমীরকে গালিগালাজ করত বলেও অভিযোগ। প্রতিনিয়ত ব্ল্যাকমেলের শিকার হতে হতে এমন চরম সিদ্ধান্ত নিয়েছে ভাই, এমনটাই দাবি মৃত সমীরের দাদা তাপস হালদারের।
পরিবার সূত্রে খবর, মৃত সমীরের ঘর থেকে একটি ডাইরি উদ্ধার করেছে পুলিশ। সেখানেই প্রেমিকা ও তাঁর মায়ের ব্ল্যাকমেলের কথা উল্লেখ রয়েছে। তরতাজা ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার-পরিজন। দোষীদের শাস্তির দাবি তুলেছে স্থানীয় মানুষজন। ছেলের মৃত্যুর জন্য প্রেমিকাকে কাঠগড়ায় তুলে, শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার।
মৃতের পরিবারের তরফে ইতিমধ্যেই চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে প্রেমিকা ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।