বাংলায় ছবি নিষিদ্ধ কেন? সুপ্রিম কোর্টে নির্মাতারা, পরিচালকের বিশেষ অনুরোধ মমতাকে

বাংলায় ছবি নিষিদ্ধ কেন? সুপ্রিম কোর্টে নির্মাতারা, পরিচালকের বিশেষ অনুরোধ মমতাকে

কলকাতা: পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্পষ্ট নির্দেশ এসেছে, শহর হোক কিংবা জেলা এই ছবি দেখানো চলবে না। মুখ্যমন্ত্রীর দাবি, এই ছবি দেখালে হিংসা ছড়িয়ে পড়তে পারে, অশান্তি তৈরি হলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হবে। তবে তাঁর এই সিদ্ধান্তের বিরোধিতায় এবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল ছবির নির্মাতারা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ অনুরোধ করলেন ছবির বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। 

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক দানা বেঁধেছে। বিরোধী রাজনৈতিক দলের তরফে দাবি যে এই ছবি উস্কানিমূলক বার্তা দিচ্ছে। এও বলা হয়েছে যে, নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করেই এই ছবি বানানো। বাংলার মুখ্যমন্ত্রীও এমনই দাবি করেছেন। তবে তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছেন ছবির নির্মাতারা। অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন তারা। বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও এই সিনেমা নিষিদ্ধ হয়েছে। সেই রাজ্যের বিষয়ও জানান হয়েছে শীর্ষ আদালতে। আগেই ছবির প্রযোজক বিপুল শর্মা তৃণমূল সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন।