বিয়ের আসরে নিয়োগের দাবি, বঞ্চনার অভিযোগ তুলে স্লোগান! ভাইরাল ভিডিও

বিয়ের আসরে নিয়োগের দাবি, বঞ্চনার অভিযোগ তুলে স্লোগান! ভাইরাল ভিডিও

না কোনও বিক্ষোভ বা সমাবেশের মঞ্চ নয়, এই ঘটনা এক বিয়ে বাড়ির। বিয়ের আসর থেকেই নিয়োগের দাবিতে স্লোগান তুললেন পাত্রী। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরনে বেনারসি শাড়ি, মাথায় মুকুট, গায়ে ভারি গয়না… কনের বেশে নিজের বিয়ের আসর থেকেই নিয়োগের দাবিতে স্লোগান তুললেন পাত্রী। সঙ্গে অবশ্য যোগ দিয়েছিলেন আরও অনেকে… সবার মুখেই এক সুর। নিয়োগ নিয়ে বঞ্চনা, মানছি না… মানবো না… 

চাকরির দাবিতে যখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলকাতা থেকে শুরু করে জেলার বঞ্চিত চাকরি প্রার্থীরা, তখন বিয়ে বাড়িতেও দেখা গেল একই ছবি।  সানাই বা নহবতের সুরে নয়, বিয়ের দিন নিজেদের প্রাপ্য চাকরির দাবিতে আওয়াজ তুলল কণে ও তার সঙ্গী সাথী।

ফেসবুকে ভাইরাল হয়েছে এই রিল ভিডিও… যা দেখে অনেকেই অবাক হয়েছেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজ বিকেল।  বিয়ের আসরে এই প্রতিবাদ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিও। কমেন্ট বক্সে নিজেদের মত ব্যক্ত করেছেন নেটিজেনরা।       

ন্যায্য দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলন, ধর্না-অবস্থান কলকাতার রাজপথে নতুন ঘটনা নয়। টেট থেকে এসএলএসটি-চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরেই নিয়োগের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন। সেই আন্দোলনের ঝাঁঝ এবার গড়াল বিয়ে বাড়িতেও।

সাম্প্রতিক সময়ে এসএসসি থেকে প্রাথমিক টেট, এসএলএসটি-র পাশাপাশি অন্যান্য একাধিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সরগরম বঙ্গ রাজনীতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির তদন্তে একের পর এক দুর্নীতির চক্র ফাঁস হচ্ছে। শাসক দলের একাধিক নেতা, বিধায়ক, মন্ত্রী টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে হেফাজতে। এমন সময় নিয়োগের দাবি! তাও বিয়ের আসরে… 

চাকরির অপেক্ষায় দিন, মাস পেরিয়ে বছরের পর বছর সময় কেটেছে… সংসার চালাতে গিয়ে কেউ বন্ধক দিয়েছেন জমি, কেউ বা হারিয়েছেন মাথার উপরের ছাদ। চাকরি প্রার্থীদের অনেকেরই নিয়োগের বয়সও পেরিয়ে গিয়েছে… কিন্তু নিয়োগ পাননি এখনও। 

চাকরির অপেক্ষা করতে করতে জীবনের অনেক রঙিন সময়ই ফিকে হয়ে গিয়েছে…উৎসব পার্বণ এখন আর আনন্দ বয়ে আনে না ওদের জীবনে। তাই হয়তো বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ দিনেও নিজের হকের চাকরির জন্য গলা ফাটানো… বঞ্চনার অভিযোগ তুলে স্লোগান দেওয়ার ঘটনা। কিন্তু, কবে মিলবে নিয়োগ? না উত্তরটা এখনও অজানা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *