কলকাতা: আগামী ১৩ মে কলকাতায় আসছেন বলিউডের ভাইজান সলমন খান। ইস্টবেঙ্গল ক্লাবে জমকালো অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি এবং তাঁর সঙ্গে আসা তাবড় তারকারা। কিন্তু এর থেকেই বড় যে বিষয় তা হল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন সলমন। জানা গিয়েছে, কলকাতায় এসেই তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে। ইতিমধ্যেই এই প্রেক্ষিতে ওই এলাকায় নিরাপত্তার বহর বাড়ানোর প্রস্তুতি নিয়ে নিয়েছে পুলিশ।
সূত্রের খবর, শনিবার সকালে কলকাতায় পৌঁছে যাবেন ‘টাইগার’। তারপর তিনি সোজা চলে যাবেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। জানা গিয়েছে, সলমনের আবেদনে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রীও। রাতে সলমনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বলিউডের আরও একাধিক তারকা। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার সম্ভাবনা নেই। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় এসেছিল সলমনের বিশেষ টিম। তারা ইস্টবেঙ্গল মাঠের ব্যবস্থাপনা, নিরাপত্তার কড়াকড়ি-সমস্ত কিছুই খতিয়ে দেখে। শনিবার সলমন কলকাতায় আসছেন প্রায় ১৩ বছর পর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বাংলায় নিষিদ্ধ কেরালা স্টোরি! সত্যিই কি বিঘ্নিত হবে আইনশৃঙ্খলা? Bengal bans ‘The Kerala Story’” width=”853″>
সম্প্রতি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল সলমন খানকে। যার পর তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে এই অনুষ্ঠানটি স্থগিত হয়ে গিয়েছিল। তবে এখন যাবতীয় জটিলতা কেটে যাওয়ায় পুরোদমে এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। শোয়ের টিকিটের চাহিদা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে।