আগুন জ্বালানো অসহ্য গরম আবহে এলো বৃষ্টির বার্তা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের ৪ জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চার জেলায় আজ বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তা বিক্ষিপ্তভাবে।
এদিকে আজকের পর শনিবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস কলকাতা সহ মোট আর জেলায় শনিবার হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়া অফিসের পূর্ব পাশে বলা হয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়া। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। শনিবারের পাশাপাশি রবিবারও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ঐদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে।
দক্ষিণবঙ্গে শনি, রবি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরে কিন্তু কোন বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। গরম আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে উত্তরের নিচের জেলাগুলিতে। তবে সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। আজকের মতো আগামীকাল শুক্রবারেও দক্ষিণবঙ্গের তিন জেলার জন্য রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম।
এই তিন জেলা তীব্র দহনজালা অনুভব করবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। হঠাৎ এই তাপপ্রবাহ বৃদ্ধির কারণ হিসেবে ঘূর্ণিঝড় মোকার আবির্ভাবকেই দায়ী করছে আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপের পরিণত হয়েছে মোকা। যা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে আরও উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। মোকার কোন প্রভাব বাংলায় পড়বে না বলেই আপাতত পূর্বাভাস হাওয়া অফিসের। তবে তা বাংলাদেশ মায়ানমারে যাওয়ার পথে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করবে পশ্চিমবঙ্গ থেকে। সে কারণেই বাংলায় পশ্চিম থেকে শুকনো হাওয়া প্রবেশ করছে। যার জরেই বৃদ্ধি পাচ্ছে মাত্রাতিরিক্ত এই তাপমাত্রা।