কলকাতা: রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নয়া নজির গড়ল এম আর বাঙ্গুর হাসপাতাল। জেলা হাসপাতালগুলির মধ্যে পরপর তিনবার প্রথম হল এটি। অর্থাৎ পরপর তিনবার রাজ্যের সেরা জেলা হাসপাতালের তকমা পেল এই হাসপাতাল। প্রাথমিক থেকে জেলা পর্যন্ত দেশের সব হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করতে সমীক্ষা চালানো হয়। স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন মেনে বিভিন্ন ক্ষেত্র খুঁটিয়ে পরীক্ষা করা হয়। তাতেই সেরা হয়েছে এম আর বাঙ্গুর।
স্বাস্থ্যমন্ত্রকের ‘ন্যাশেনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার’ সব হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে। আর এই কাজের নাম দেওয়া হয়েছে ‘সুশ্রী কায়াকল্প।’ শুক্রবার ২০২২-২৩ সালের ‘সুশ্রী কায়াকল্প’ ফল প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। তাতেই প্রথম স্থান অধিকার করেছে এম আর বাঙ্গুর হাসপাতাল। প্রসূতি এবং শিশু মৃত্যু ঠেকানো, হাসপাতালের আউটডোর পরিষেবা কেমন, বিল্ডিংয়ের পরিচ্ছন্নতা সহ একাধিক বিষয়ে পরীক্ষা করা হয়। ২০২২-২৩ সালে ১৩টি জেলা হাসপাতাল, ৩০টি মহকুমা, ১৬টি স্টেট জেনারেল হাসপাতাল, ২৭৪টি গ্রামীণ ও ব্লক প্রাথমিক হেলথ সেন্টার এবং ৫৭৬টি প্রাথমিক হেলথ সেন্টার এইভাবেই পরীক্ষা করা হয়েছিল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”তাপপ্রবাহের মধ্যে ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দেখুন আপনার শহর রয়েছে কিনা?” width=”853″>
স্বাভাবিকভাবেই এই সাফল্য খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। ২০২১ সালে তারা প্রথমবার প্রথম হয়েছিল। গতবছর শিলিগুড়ি হাসপাতালের সঙ্গে যৌথভাবে প্রথম হয়। হাসপাতালের সুপার এক্ষেত্রে চিকিৎসকদের শুধু নয়, হাসপাতালে সাফাই কর্মী থেকে শুরু করে অন্যান্য স্টাফদেরও কৃতিত্ব দিয়েছেন এই সাফল্যের।