লন্ডন: গান্ধিজীকে নিয়ে ভারতের পাশাপাশি বিশ্বের মানুষের আবেগ নেহাত কম নয়। সেই গান্ধিজীর ব্যবহৃত বেশ কয়েকটি জিনিস লন্ডনে নিলামে উঠতে চলেছে। ভারতের পাশাপাশি বিশ্বের ইতিহাসের প্রেক্ষিতে গান্ধিজীর ব্যবহৃত এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিলামকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে, নিলামের সামগ্রিক দর পাঁচ লক্ষ পাউন্ডের বেশি হবে। ভারতীয় মু্দ্রায় পাঁচ কোটি টাকার বেশি হবে। জানা গিয়েছে, গান্ধিজীর ব্যবহৃত মোট ৭০ টি জিনিস নিলামে উঠতে চলেছে। ‘
যে জিনিসগুলো নিলামে উঠছে, তারমধ্যে রয়েছে গান্ধিজীর নিজে হাতে তৈরি ল্যাঙর, তাঁর ব্যবহার করা দুই জোড়া খড়ম, জীবিত অবস্থায় তাঁর তোলা শেষ ছবি, সত্যাগ্রহ আন্দোলনের উপহার পাওয়া উত্তরীয়-র মতো জিনিস। এছাড়াও রয়েছে জেলে থেকে লেখা চিঠি, কালির দোয়াত, এক জোড়া চশমা সহ একাধিক ব্যক্তিগত ব্যবহারের জিনিস। ইস্ট ব্রিস্টল অকশন নামের সংস্থা এই নিলামের পরিচালনায় রয়েছে। এই জিনিসগুলো সংগ্রহ করতে এক বছরের বেশি সময় লেগেছে বলে জানা গিয়েছে।
নিলামকারীর সংস্থার মতে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে গান্ধিজীর জীবিত অবস্থায় শেষ ছবি। মৃত্যুর আগের শেষ ১৪৪ দিন দিল্লির বিড়লা হাউসে ছিলেন গান্ধিজী। সেখানেই এই ছবিটি তোলা হয়েছিল। নিলামকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এই ছবিটি তোলার তিন সপ্তাহ পরে গান্ধিজীকে গুলি করে হত্যা করা হয়। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধিজীকে গুলি করে হত্যা করা হয়। সংস্থাটি জানিয়েছেন, হত্যার ঠিক আগে যে চেয়ারটিতে তিনি বসেছিলেন, ছবিটিতেও সেই চেয়ারটি রয়েছে। গান্ধিজীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার কানুগা তুলেছিলেন ছবিটি। ছবিটিতে গান্ধিজীর হাতে একটা কাঠের চরকা রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। নিলামকারী সংস্থাটি আশা করছে, এই ছবিটির মূল্য এক হাজার পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় এক লক্ষ টাকা উঠতে পারে।
গান্ধিজীকে সাধারণত কোটিবস্ত্র পরে থাকতে দেখা যেত। নিজের হাতে তৈরি গান্ধিজীর একটি কোটি বস্ত্র নিলামে উঠতে চলেছে বলে জানা গিয়েছে। এটি নিলামে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে বলে জানা গিয়েছে। এই কোটি বস্ত্রের দাম ১৫হাজার পাউন্ড থেকে ২৫ হাজার পাউন্ড হতে উঠতে পারে। ভারতীয় মুদ্রায় এই কোটি বস্ত্রের দাম ২৪ লক্ষ টাকার বেশি হতে পারে।