স্বাভাবিক সময়ে ঢুকবে না বর্ষা, গরম থেকে মুক্তি মিলতে দেরি

স্বাভাবিক সময়ে ঢুকবে না বর্ষা, গরম থেকে মুক্তি মিলতে দেরি

aafc6593c53ed5b32e5d90e97c37a0c3

নয়াদিল্লি: চলতি বছর গরমের প্রভাব কেমন তা বলতে গেলে বেশি ভাবার প্রয়োজন নেই। ফেব্রুয়ারি মাসের পর থেকেই প্রচণ্ড গরমে কাবু হয়েছে বঙ্গবাসী। গোটা দেশের একাধিক রাজ্যে তাপমাত্রা হু হু করে বেড়েছে। সঙ্গে চলেছে তাপপ্রবাহ। বাংলায় তো এবার রেকর্ড ছাড়িয়ে তাপ বৃদ্ধি হয়েছিল। কিন্তু এবার হয়তো গরম থেকে নিস্তার মিলবে, এমনটা ভাবতে শুরু করেছে অনেকে। কারণ বর্ষা ঢোকার সময় হয়ে এসেছে। তাহলে কবে ঢুকছে বর্ষা, কবে থেকে হতে পারে টানা বৃষ্টি, জানিয়েছে মৌসম ভবন। 

সাধারণত জুন মাসের একদম শুরুতেই বর্ষা ঢুকে যায় দেশে। কেরলে সবার প্রথমে বর্ষা ঢোকে তারপর বাকি রাজ্যে। তবে আবহাওয়া অফিস জানাচ্ছে, এবার নির্ধারিত সময়ে বৃষ্টি শুরু হবে না। এ বছর কেরলে বর্ষা ঢুকতে ৪ দিন দেরি হতে পারে। অর্থাৎ, ১ জুন বর্ষা ঢোকার কথা থাকলে তা ঢুকতে ৪ তারিখ হয়ে যাবে। মঙ্গলবার এমন পূর্বাভাসই দিয়েছে মৌসম ভবন। এক কথায়, গরম থেকে রেহাই পেতে আরও কয়েক দিন বেশি অপেক্ষা করতে হবে জন সাধারণকে। তবে এখানেও প্রশ্ন, কেরলে বর্ষা ঢুকতে দেরি হলে বাংলায় তার প্রভাব পড়বে কিনা। সে বিষয়ে অবশ্য এখনও কিছু নিশ্চিতভাবে বলতে পারেনি আবহবিদরা।