এগরায় উর্দি ছিঁড়ে পুলিশকে তাড়া গ্রামবাসীদের! মৃতদেহ লোপাট হতে পারে, সন্দেহ শুভেন্দুর

এগরায় উর্দি ছিঁড়ে পুলিশকে তাড়া গ্রামবাসীদের! মৃতদেহ লোপাট হতে পারে, সন্দেহ শুভেন্দুর

এগরা: বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এগরায়। এরপর পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে গ্রামবাসীদের তরফে। তাদের দাবি, এই কারখানার কথা জানলেও তারা আজ পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি, উলটে তোলা তুলত প্রতি মাসে। বিস্ফোরণের ঘটনার পর তাই ঘটনাস্থলে পুলিশ পৌছলে তাদের ওপর কার্যত চড়াও হয় তারা। শুধু বিক্ষোভ দেখানোই নয়, পুলিশের উর্দি টেনে ধরে ছিঁড়ে দেওয়া হল, রীতিমতো তাড়াও করা হয়েছে পুলিশকে। এদিকে এই ঘটনায় আরও বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

এগরার খাদিকুলের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বেআইনি কারখানার বিরুদ্ধে কোনও ব্যবস্থা পুলিশ নেয়নি এতদিনে। নিলে হয়তো এমন ঘটনা ঘটত না। অন্যদিকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বেআইনি কারখানার মালিক পালিয়েছে ওড়িশায়। তিনি সিআইডি তদন্তের নির্দেশ নিলেও এনআইএ তদন্ত হলে তাকে স্বাগত জানাবেন বলেও জানিয়েছেন। তবে এই প্রসঙ্গে সবথেকে বড় দাবি করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মৃতদেহ লোপাট করতে পারে! আর এই ঘটনায় পুলিশ ও তৃণমূল কংগ্রেস জড়িয়ে আছে বলেও দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, গ্রামবাসীদের দাবি, বিস্ফোরণে ২১ জনের মৃত্যু হয়েছে।