এগরায় পৌঁছে বিস্ফোরক শুভেন্দু অধিকারী! আইসির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ! ক্ষতিপূরণ বৃদ্ধির দাবি শুভেন্দুর

এগরায় পৌঁছে বিস্ফোরক শুভেন্দু অধিকারী! আইসির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ! ক্ষতিপূরণ বৃদ্ধির দাবি শুভেন্দুর

এগরা: এগরা বিস্ফোরণকে হাতিয়ার করে এগোচ্ছেন শুভেন্দু অধিকারী। শ্লোগান থেকে বিস্ফোরক দাবি তুলে শুভেন্দু অধিকারী এগরা কাণ্ডে নিজের দাপট দেখাচ্ছেন।যেখানে তিনি সরাসরি বিস্ফোরণের জন্য এগরার থানার আইসি মৌসম চক্রবর্তীকে দায়ি করেছেন। শুভেন্দুর অভিযোগ আইসি মাসে ৫০ হাজার টাকা করে নিত। বাজি কারখানার আড়ালে বিস্ফোরক তৈরির ঘটনাকে তাই গুরুত্ব দেননি মৌসম। এগরার বাজি কাখানার বিস্ফোরণে একাধিক মৃত্যুর ঘটনাকে স্রেফ ষড়যন্ত্র বলেই মনে করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের মদতেই এই বাজি কারখানা চলছিল বলে বার বার অভিযোগ করে এসেছেন শুভেন্দু। এগরার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথোপকথনের সময় শুভেন্দু পরিষ্কার জানালেন, আইসির টাকা নেওয়ার কথা।পাশপাশি, হাইকোর্টও এগরা বিস্ফোরণের তদন্তে শুভেন্দুর করা মামলাকে গুরুত্ব দিয়ে দেখছে। এগরা বিস্ফোরণের তদন্তে এনআইএর দাবি করেন শুভেন্দু। সেই মামলাই গুরুত্ব সহকারে দেখার কথা জানিয়েছে হাইকোর্ট। 

এদিন শুভেন্দু অধিকারী ছিলেন আক্রমনাত্মক। এগরার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলা শুধু নয়, তাদের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। বার বার তাঁদের প্রশ্ন করলেন, ‘ভরসা আছে তো?’
সাংবাদিকদের কাছেও ঠিক একই দাপটের সঙ্গেই শুভেন্দু বার বার জানালেন এগরার ঘটনায় তদন্তকারী পুলিশ টাকা নিয়েছেন, ঘটনায় এনআইএ তদন্ত হবেই। ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য যে ক্ষতিপূরণ ঘোষণা করেছে তৃণমূল, তারও বিরোধিতা করলেন শুভেন্দু। দাবি করলেন ক্ষতিপূরণের টাকা বাড়ানোর। 

এগরার বিস্ফোরণের দায় ঠিক কার সেই প্রশ্ন যখন তুঙ্গে। যখন সামনে আসছে বাজি কারখানার মালিক কৃষ্ণপ্রসাদ বাগ ওরফে ভানু তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এমনকি, এই ভানু বাজি কারখানার আড়ালে বেআইনি কার্যকলাপের জন্য গ্রেফতার হয়েছেন অনেকবার তারপরেও জামিন পেয়েছেন।

এদিকে দফায় দফায় এগরা বিস্ফোরণ স্থলে এসেছেন সেখানাকার এসপি। যিনি শরেজমিনে খতিয়ে দেখছেন বিস্ফোরণ স্থল। তত্পরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে এগরা পুলিশ। এগরা বিস্ফোরণ নিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি। যেখানে জমি ছাড়তে নারাজ শুভেন্দু অধিকারী। তিনি যেন এলেন  ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মন জয় করলেন, অন্তত শুভেন্দু ভাবমূর্তি অনেকটা এরকমই। শুভেন্দুর সঙ্গে ছিলেন বিজেপির বিশিষ্ট নেতারাও। শুভেন্দু যে এগরায় পৌঁছে যাবেন তা হয়ত জানাই ছিল। পূর্ব মেদিনীপুর এর আগেও শুভেন্দুর দাপট দেখেছে এবার এগরা কে কেন্দ্র করে শুভেন্দু। সামনে পঞ্চায়েত ভোট। জ্বলন্ত হল এগরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *