নয়াদিল্লি: ২০০৭ সালে ভারত পরিদর্শনে এসে ঘুরে দেখেছিলেন দেশের একাধিক জনপ্রিয় এবং অবিশ্বাস্য সমস্ত ভাস্কর্য ও স্থাপত্য। ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির গালভরা প্রশংসাও করেছিলেন তখন। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১৫ বছর। কিন্তু এখনও ভারত ভ্রমণ তথা তাজমহল পরিদর্শনের স্মৃতি কার্যত টাটকা ইলন মাস্কের। বিশ্বের অন্যতম জনপ্রিয় ধনকুবের তথা টেসলার সিইও হিসাবে পরিচিত হলেও, সম্প্রতি আরও একটা কারণে কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে বারবার আসছে ইলন মাস্কের নাম।
সম্প্রতি এই ধনকুবের কিনেছেন টুইটার। যদিও এখনও পর্যন্ত খাতায় কলমে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার ইলন মাস্কের হয়নি, তবে কেনাবেচার বিষয়টি কার্যত পাকা। তৈরি হচ্ছে হস্তান্তরের সমস্ত কাগজপত্র। এর মধ্যেই খবর মেলে টেসলা নাকি ভারতে আসছে। যদিও সোমবার অর্থাৎ গতকালই জানা গিয়েছে এখনই এই সংস্থার ভারতে বাণিজ্য স্থাপনের কোনও পরিকল্পনা নেই। সেই জল্পনার মাঝেই সম্প্রতি টুইটারে ভারত তথা তাজমহল পরিভ্রমণের স্মৃতি রোমন্থন করলেন মাস্ক। আর এরপরেই আরও একবার মাথাচাড়া দিয়েছে এলন মাস্কের পুনরায় ভারত সফরের জল্পনা।
ঘটনার সূত্রপাত সোমবার রাতে। সোমবার টুইটারে ‘হিস্ট্রি ডিফাইন’ নামের একটি পেজ থেকে আগ্রার লাল দুর্গের সামনের অংশের একটি স্থাপত্যের ছবি প্রকাশ করা হয়। ওই ছবিটিই রিটুইট করেন ইলন মাস্ক। সেখানে তিনি লেখেন, ‘সত্যি ভারতের স্থাপত্য আশ্চর্যজনক। আমি ২০০৭ সালে ভারত সফরে গিয়েছিলাম এবং সেই সময় আমি তাজমহল পরিদর্শন করেছিলাম। এটি সত্যিই বিশ্বের অন্যতম বিস্ময়।’
এর সঙ্গেই টেসলা প্রধান টুইটারে আগ্রার লাল দুর্গের স্থাপত্যকেও ‘আশ্চর্যজনক’ বলে প্রশংসা করেছেন। অন্যদিকে মাস্কের এই টুইট প্রসঙ্গেই তাঁর উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পেটিএম প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা। এদিন টুইট বার্তায় তিনি ইলন মাস্কের জিজ্ঞেস করেন, কবে টেসলার সরবরাহ দিতে মাস্ক ভারতে আসছেন? এই প্রসঙ্গে শর্মা টুইটারে লেখেন, ‘ভারতের জন্য এফএসডি তৈরি করা টেসলার জন্য একটি অবিশ্বাস্য চ্যালেঞ্জ, কারণ আমরা সবচেয়ে অনিয়মিত রাস্তা ব্যবহারকারী হিসেবে পরিচিত। তাহলে আপনি টেসলার সরবরাহ করতে কবে ভারতে আসছেন?’