সাড়ে ৯ ঘণ্টা পর CBI দফতর থেকে বেরলেন অভিষেক! বললেন, ‘নির্যাস আস্ত অশ্বডিম্ব’

সাড়ে ৯ ঘণ্টা পর CBI দফতর থেকে বেরলেন অভিষেক! বললেন, ‘নির্যাস আস্ত অশ্বডিম্ব’

df4e360674b3b47f33acc3d860b23c88

 কলকাতা: ৯ ঘণ্টা ৩৯ মিনিট৷ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শনিবার অভিষেককে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। সকাল ১০টা ৫৮ মিনিটে নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছন তৃণমূল সাংসদ। অভিষেকের হাজিরা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল নিজাম প্যালেসে৷ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই দফতর ছাড়লেন তিনি৷ 

কুন্তলের দাবি ছিল, অভিষেকের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে ইডি-সিবিআই৷ ধর্মতলায় শহিদ মিনারের সভা থেকে একই দাবি করেন অভিষেক৷ তিনি বলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকেও তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়েও তিনি চিঠি পাঠান হেস্টিংস থানাতে। কলকাতা হাই কোর্টের মামলাটি ওটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে৷ তিনি তাঁর পর্যবেক্ষণে জানান, প্রয়োজনে ইডি এবং সিবিআই অভিষেককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। পরে এই মামলার বেঞ্চ বদল হয়৷ মামলা যায় বিচারপতি অমৃতা সিন্‌‌হার কাছে। তিনিও একই নির্দেশ বহাল রাখেন৷ সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেক। এর মধ্যেই শনিবার অভিষেককে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই৷ বেরিয়ে অভিষেক বলেন, ‘নির্যাস আস্ত অশ্বডিম্ব’৷