কলকাতা: ফের রাজ্যজুড়ে বাড়ছে গরম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উর্ধ্বমুখী পারদ। দক্ষিণ পশ্চিমের বেশ কিছু জেলার তাপমাত্রা ৪৫ ডিগ্রির পারদ ছুঁতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
পুরুলিয়ায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়েছে৷ আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাঁকুড়াতেও পেরবে ৪০-এর গণ্ডি৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে উষ্ণতা থাকবে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২টি জেলায় তাপপ্রবাহের সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনাও থাকবে দু’দিন ধরে। সোম ও মঙ্গলবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়৷ পাশাপাশি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনাও থাকছে এই দু’দিন। গরমের অস্বস্তি থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। স্বস্তির বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও৷ সেই সঙ্গে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইবে ঝোড়ো হাওয়া।
সবমিলিয়ে একদিকে যেমন চড়বে পারদ, অন্যদিক, নামবে বৃষ্টিও৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>