কলকাতা: বিরোধী জোট নিয়ে যে ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এতদিন ছিল তা হয়তো কিছুটা বদলে দিয়েছে কর্ণাটকের ফল। বিরোধী জোট নিয়ে যে অন্য রকম কিছু ভাবতে হবে তা এবার বোঝা যাচ্ছে। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিরোধী জোট তৈরিতে অগ্রসর হয়েছেন, একাধিক নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার জানা গেল তাঁর সঙ্গে দেখা করতে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার মমতার সঙ্গে বৈঠক কর্মসূচি রয়েছে তাঁর যা হবে নবান্নে।
কয়েক সপ্তাহের ব্যবধানের মধ্যেই সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব, জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী এবং নীতীশ কুমার ও তেজস্বী যাদব বাংলায় এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। এরপরেই কর্ণাটকের ভোটের ফলাফল বিরোধী জোটকে যেন আরও বেশি অক্সিজেন দিয়েছে। তাই অ-বিজেপি দলগুলি আগামী লোকসভা নির্বাচনের আগে বেশি সময় নষ্ট করতে চাইছে না। ইতিমধ্যে জানা গিয়েছে, কেজরিওয়াল কলকাতায় আসার পর দেশের প্রত্যেকটি রাজ্যে যাবেন, বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কিছুদিন আগেই সর্বভারতীয় দলের আখ্যা পেয়েছে আম আদমি পার্টি, তাই কেজরির এই উদ্যোগকে যে সবাই স্বাগত জানাবে তা বলাই বাহুল্য।
” style=”border: 0px; overflow: hidden”” title=”সিদ্দারামাইয়ার শপথে কর্ণাটকে কেন গেলেন না মমতা? রাহুলকে নিয়ে আপত্তি রয়েছে বলেই কি এই সিদ্ধান্ত?” width=”853″>
শেষ কয়েক মাস ধরে কংগ্রেসকে নিয়ে তৃণমূলের অবস্থানও পালটেছিল। কিছু সময় তো আক্রমণও করে একলা চলার ইঙ্গিত দিয়েছিল ঘাসফুল। কিন্তু কর্ণাটকের ফল সব বদলে দিয়েছে। হলফ করে বলা যায়, কংগ্রেস ছাড়া অ-বিজেপি জোটের সম্ভাবনা কম।