বারাসত: ছাপোষা পরিবার। একসঙ্গে এক লক্ষ টাকা তাঁদের কাছে স্বপ্ন। এই পরিবারের সদস্য মহম্মদ নাসিরুল্লাহ কিনা রাতারাতি ১০০ কোটি টাকার মালিক! এত টাকা দেখে নাওয়া-খাওয়া ভুলেছেন তিনি। দেগঙ্গার চৌরাশি পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা নাসিরুল্লাহ মঙ্গলবার ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে। ৩০ মে’র মধ্যে প্রয়োজনীয় নথি নিয়ে তাঁকে মুর্শিদাবাদের জঙ্গিপুরে সাইবার ক্রাইম থানায় দেখা করতে বলা হয়েছে। সে কথা শুনে ঘুম উড়েছে তাঁর। মাথায় হাত ‘কোটিপতি’ চাষির।
মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে সংসার মহম্মদ নাসিরুল্লাহ মণ্ডলের। হঠাৎ করে তাঁর অ্যাকাউন্টে এক টাকা কম ১০০ কোটি জমা পড়ার খবর ছড়িয়েছে গোটা গ্রামে। অন্যের আমবাগানে দিনমজুরের কাজ করার সংয় দেগঙ্গা থানার দু’জন সিভিক ভলান্টিয়ার তাঁর হাতে জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম শাখার নোটিস ধরিয়ে আসেন। পরে তিনি জানতে পারেন, ইউপিআই’র মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে এক কম ১০০ কোটি টাকা ঢুকেছে। নাসিরুল্লাহের কথায়, ‘‘আমি দিনমজুরের কাজ করি। আমার অ্যাকাউন্টে মাত্র ১৭ টাকা ছিল। রাতারাতি কীভাবে এত টাকা ঢুকল, তা বুঝতে পারছি না। এই টাকা আমার নয়। আমি চাই, পুলিশ বিষয়টি সমাধান করুক।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>