জটিল রোগে আক্রান্ত চিনের রাষ্ট্রপতি! কী এই ব্যাধি

জটিল রোগে আক্রান্ত চিনের রাষ্ট্রপতি! কী এই ব্যাধি

বেজিং: তিনি চিনের সর্বেসর্বা। রাষ্ট্রপতি শি জিনপিং। তাঁর কথাই শেষ কথা দেশের জন্য। চিনের প্রতিটি মানুষ তাঁর কথা শুনতে বাধ্য হলেও তাঁর নিজের শরীর শুনতে বাধ্য তো আর নয়। জানা গিয়েছে, জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। তাঁর বাস্থ্য নিয়ে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এখন জানা গেল তিনি নাকি ‘ব্রেন অ্যানুরিজম’ রোগে আক্রান্ত হয়েছেন। কী এই রোগ?

আরও পড়ুন- ‘মহিলাদের মৃতদেহে পরিণত করেছে’, তালিবানি শাসনের বিরুদ্ধে ফের কড়া বার্তা মালালার

চিকিৎসক মহলের বক্তব্য, এই রোগে আক্রান্ত হলে মস্তিষ্কের কোনও একটি অংশ বেলুনের মতো ফুলে ওঠে। এই অংশটি ফেটে গেলে মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা তৈরি হয়। যার ফলে হ্যামারেজ থেকে শুরু করে ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই রক্তক্ষরণ ঘটে মস্তিষ্কে। তাই অত্যন্ত জটিল রোগ নিয়ে ভয়ের কোনও শেষ নেই। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, এই রোগ সারাতে নাকি অস্ত্রোপচার করবেন না শি জিংপিং। তিনি প্রাচীন চৈনিক পদ্ধতিতে চিকিৎসা করাচ্ছেন নিজের। তবে কেন হয় এই রোগ, এই প্রশ্নের নির্দিষ্ট কোনও উত্তর নেই। অনেকের মতে, উচ্চ রক্তচাপ থাকলে এই রোগ হতে পারে। আবার অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলেও এই রোগ হয়। তাই উপসর্গের দিকে খেয়াল রাখলে এই রোগ জলদি চিহ্নিত করা সম্ভব।

কী এই রোগের উপসর্গ? বিশেষজ্ঞরা বলছেন, চোখ থেকে এই রোগের উপসর্গ ধরা পড়ে। চোখের পিছনের দিকে ব্যথা, চোখ ব্যথা থেকে মাথার যন্ত্রণা, দৃষ্টির সমস্যা, এমনকি মুখের অসাড় ভাব এই রোগের লক্ষণ। তবে পুরোটাই নির্ভর করে ওই বেলুনের মতো অংশ ফাটছে কিনা তার ওপর। না ফাটলে সহজে এই রোগ ধরা পড়ে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 4 =