সোনারপুর: রবিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি৷ সোনারপুর স্টেশনে রোডে পদযাত্রা করেন বিজেপি বিধায়ক। পদ্মশিবিরের এই কর্মসূচির শেষ হতেই গোটা সোনারপুর স্টেশন রোড গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। শুধু তাই নয়, আগামী মঙ্গলবার সোনারপুরে বিজেপির কর্মসূচির পাল্টা কর্মসূচি করা হবে বলেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক। সেই সঙ্গে শুভেন্দুকে তুলোধোনাও করলেন তিনি৷ কটাক্ষ করে বলেন, ওঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখেছেন রাজ্যের মানুষ৷ বিরোধী দলনেতাকে দুর্নীতিবাজ বলে অ্যাখ্যা দিয়ে বলেন, বিরোধী দলনেতার ভূমিকা পালনে ব্যর্থ শুভেন্দু অধিকারী। এর পর লাভলিকে পাল্টা আক্রমণ করে বিজেপি।
এদিন গঙ্গাজল ছেটানো প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, “সোনারপুরের পবিত্র মাটিকে অপবিত্র করতে এসেছিল বিরোধী দলনেতা। তাই গঙ্গাজল ছিটিয়ে পরিষ্কার করলাম।” বিধানসভার অন্দরে শুভেন্দুর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক। তিনি বলেন, ‘‘বিরোধী দলনেতা বলেছেন ওঁকে বিধানসভার ভিতর বিরক্ত করা হয়। বিধানসভা হল গণতন্ত্রের পীঠস্থান। সেখানে দিনের পর দিন বিরোধী দলনেতা অসভ্যতা করছেন। কাগজ ছুড়ে ফেলা থেকে স্পিকারকে অপমান, শাসকদলের বিধায়কদের ইডি-সিবিআইয়ের হুমকি দেওয়া, সবটাই করেছেন।’’ এখানেই থামেননি টিভির পর্দা থেকে রাজনীতিতে আসা লাভলি৷ তৃণমূলের নেতাদের চোর কলে কটাক্ষের প্রসঙ্গে শুভেন্দুকে পাল্টা দিয়ে বলেন, “উনি তো সবাইকে চোর বলে বেড়ান। উনি বড় ডাকাত। এত সম্পত্তির মালিক, বুকের পাটা থাকলে ইডি-সিবিআই ওর সম্পত্তির হিসাব নিক। গোটা রাজ্যবাসী দেখেছে কে তোয়ালে মুড়িয়ে টাকা নিয়েছে।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>