তীব্র গরম বহাল থাকবে, চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কিঞ্চিৎ

তীব্র গরম বহাল থাকবে, চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কিঞ্চিৎ

e913b9474cb5e0647bca7b91f62d16d3

কলকাতা: এপ্রিল মাস থেকে যে গরম বাংলায় অনুভূত হয়েছে তা সকলে মনে রাখবে বহু দিন। মে মাস পড়ার পর থেকে গরমের দাপট তুলনায় বাড়তে থাকলেও মাঝে ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ কমেছিল। ৪২-৪৩ ডিগ্রি থেকে উষ্ণতা কমে ৩৬-৩৭ ডিগ্রিতে এসেছিল এবং এখনও তা বহাল আছে। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে পরিস্থিতি এমনই থাকবে বা তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিনে পরিস্থিতির তেমন বদল হওয়ার সম্ভাবনা নেই, বৃষ্টিও হবে না কোনও ভাবেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং গরমের দাপট আবার আগের মতো বাড়তে পারে। অন্তত শনিবার পর্যন্ত কোনও সম্ভাবনা নেই বৃষ্টিপাতের। তুলনায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। এরই মধ্যে জেলায় জেলায় আবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। সুতরাং গরমের কষ্ট যে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠছে তা বলতেই হয়।