খাচ্ছেন না ‘কালীঘাটের কাকু’, ইডি তাঁকে নিজেদের হেফাজতেই চাইছে

খাচ্ছেন না ‘কালীঘাটের কাকু’, ইডি তাঁকে নিজেদের হেফাজতেই চাইছে

কলকাতা: দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি গ্রেফতার করেছে নিয়োগ কাণ্ডের তদন্তে। বুধবার ব্যাঙ্কশাল আদালতে তাঁকে পেশ করে তারা। তবে আদালতের ইডি জানিয়েছে, কিছুই খেতে চাইছেন না তিনি। এর ফলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। আধিকারিকদের অনুমান, জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়ার একটা সুযোগ তৈরির জন্যই এমনটা করছেন সুজয়কৃষ্ণ। তাই তাঁকে নিজেদের হেফাজতেই চাইছে কেন্দ্রীয় এজেন্সি। এই প্রেক্ষিতেই তাঁর জন্য ১৪ দিনের হেফাজত চাওয়া হয়েছে ইডির তরফে। 

মঙ্গলবার রাতে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করার পর এদিন সকালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাতে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। পরে দুপুরে আদালতে তোলা হলে এই বিষয়টি সম্পর্কে তারা বিচারককে অবগত করে। ইডির আইনজীবী জানিয়েছেন, কিছু না খেলে অসুস্থ হয়ে পড়তে পারেন সুজয়কৃষ্ণ, তারপর তদন্তেও বিলম্ব হবে এবং বেশ কিছু তথ্য জানার ক্ষেত্রেও সময় নষ্ট হতে পারে। তাই তাঁকে ইডি হেফাজতেই দেওয়া হোক বলে দাবি করা হয়েছে। এছাড়া তিনি আরও জানিয়েছেন, ২০১৪ সালের টেট পরীক্ষার সঙ্গে সুজয়কৃষ্ণের যোগসূত্র পাওয়া গিয়েছে। এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে ‘তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।