কলকাতা: ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন দেশের হয়ে পদক জেতা কুস্তিগিররা। কিন্তু দিল্লি পুলিশ জানিয়ে দিয়েছে, এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না কারণ তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। কিন্তু কুস্তিগিররা নিজেদের অবস্থান থেকে নড়ছেন না। অন্যদিকে দেশের বিভিন্ন মহল থেকে তাঁদের সমর্থন করার বার্তা আসছে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। বুধবার কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গ দিলেন বাংলার একাধিক সফল ক্রীড়াবিদ।
আজ হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুস্তিগিররা ন্যায়বিচারের আশায় আন্দোলন করছেন তাই তাদের সমর্থনেই এই মিছিলের ডাক। তাতে অংশ নেন রাজ্যের মন্ত্রী ও ক্রিকেটার মনোজ তিওয়ারি থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অ্যালভিটো, বিদেশ বসু সহ অনেকেই। আগামীদিনেও কুস্তিগিরদের সমর্থনে একাধিক কর্মসূচি নেবেন তাঁরা বলে জানা গিয়েছে। এদিকে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অভিযুক্ত যেহেতু বিজেপি সাংসদ তাই তাঁকে গ্রেফতার করছে না বিজেপি সরকার।
” style=”border: 0px; overflow: hidden”” title=”কর্ণাটক জয়ের পর এবার নজর রাজস্থান! গেহলট বনাম পাইলট, অঙ্কের সমাধানে কংগ্রেস!” width=”789″>
যদিও কুস্তিগিরদের বিরুদ্ধেই বড় অভিযোগ তোলা হয়েছে। দাবি করা হয়েছে, পকসো আইনে কুস্তিকর্তাকে ফাঁসানোর পরিকল্পনা করেছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়ারা। আর এই অভিযোগ করছেন এক কুস্তিগিরের কাকা। তাঁর দাবি, ব্রিজভূষণ শরণ সিংহকে জোর করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। যাকে নাবালিকা বলা হচ্ছে, তার বয়স আদতে ১৮ বছরের বেশি। অর্থাৎ জোর করে পকসো আইনে মামলা করে বিজেপি সাংসদকে বদনাম করার চেষ্টা হচ্ছে।