আবারও তাপপ্রবাহের সতর্কতা হওয়া অফিসের। জুনের শুরুতেই বাড়বে তাপমাত্রা। অস্বস্তিকর গরমে ভুগবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাবাসি। বাদ যাবেনা উত্তরের নিচের দিকে জেলাগুলিও। সেখানেও তাপ প্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস। কোন কোন জেলায় কবে থেকে তাপ প্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর জেনে রাখুন।
- তাপ প্রবাহের সর্তকতা:
২জুলাই-পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান।
৩জুলাই-পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলা।
২রা এবং ৩রা জুলাই দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায় তুমুল তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে আগেভাগে সতর্কতা করল আবহাওয়া দফতর। তবে কোথাও কোথাও স্বস্তির বৃষ্টির সম্ভাবনাও জানিয়েছে হাওয়া অফিস।
- বৃষ্টির সম্ভাবনা:
বৃহস্পতি ও শুক্রবার- পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।
তীব্র তাপপ্রবাহের মাঝে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গে ও তীব্রতা প্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। জুনের প্রথম দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা পুড়বে সূর্যের প্রখর তাপে।
- উত্তরে তাপপ্রবাহের সর্তকতা:
মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে।
তবে উত্তরবঙ্গের নিচের দিকের এই তিন জেলায় তাপপ্রবাহের সদর কথা থাকলেও উপরের দিকে বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
- বৃষ্টির সম্ভাবনা:
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি।
বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তীব্রতা প্রবাহের মাঝেই আরও একটি বার্তা দিলো হাওয়া অফিস। তাহলো বর্ষার আগমনের খবর। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই বর্ষার প্রভাব জারি থাকবে বাংলায়। স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে বৃষ্টি পরিমান।