বাদাম কাকু থেকে মিশিও কাকু! বিশ্বজুড়ে ছড়িয়ে একাধিক কাকু….

বাদাম কাকু থেকে মিশিও কাকু! বিশ্বজুড়ে ছড়িয়ে একাধিক কাকু….

কাকুদের চিনে নেওয়ার পালা। কালীঘাটের কাকু যখন খবরে তখন নজরে আনা দরকার, এ সংসারে বিখ্যাত কাকুদের যে অভাব নেই। এক নজরে দেখে নেওয়া যাক তাঁদের.. 

  • বাদাম কাকু

তিনি এলেন সেই বিখ্যাত বাদাম গান নিয়ে।যাঁর গান মুহূর্তে ভাইরাল হয়ে যায়। দেশ-বিদেশেও বাদাম কাকুর সঙ্গে নেচে ওঠেন দেশি-বিদেশি তারকারা। সেই বাদাম কাকুর ঝুপড়ি ঘর ছেড়েল চলে এলেন প্রাসাদ প্রমাণ বাড়িতে। বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকর পেশায়  কাঁচা বাদাম বিক্রেতা। যিনি  কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি বিখ্যাত। 

  • মাখা কাকু

হাবরার মাখা কাকু যিনি আজকাল মিডিয়া, ইউটিউবার দেখলেই পালান। হাবরার রবীন ঘোষ রাতারাতি মাখা কাকু হয়ে গেলেন । যিনি বিভিন্ন কাঁচা সব্জি দিয়ে মশলা সহযোগে এক অসাধারণ মাখা বানাতেন। সেখান থেকেই ভাইরাল। 
 

  • চা কাকু

কোভিডের বাংলা। শুনশান গলি। চায়ের দোকানে পাঁচ-ছয় লোক। সেখানেই ভাইরাল হলেন চা কাকু ওরফে মৃদুল দেব। যিনি ক্যামেরার সামনে বলে ওঠেন খাবো না আমারা চা? সেই চা কাকুই নিজের চায়ের দোকান খোলেন। ভাইরাল হওয়ার পরই চা দোকান খুলে তাক লাগিয়ে দিলেন। 

  • মিশিও কাকু

মিশিও কাকু একজন আমেরিকান পদার্থ বিজ্ঞানী । তিনি সিটি কলেজে অব নিউ ইয়র্কের একজন হেনরি সিম্যাট অধ্যাপক। তাঁর লেখা মিচিও কাকু-তাঁর লেখা অন্যতম বই। 

  • লুকাকু

রোমেলু মেনামা লুকাকু বেলজিয়াম ফুটবলার। তিনি মাত্র পাঁচ জন খেলোয়াড়দের একজন, যিনি তাঁর ২৩ তম জন্মদিনের আগে প্রিমিয়ার লিগে ৫০ টি গোল করেছেন। 

অনেক কাকু পেরিয়ে এবার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। যিনি নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত ইডির হেফাজতে। কাকুদের তালিকা এভাবেই বেড়ে চলেছে। যেখানে কাচা বাদাম থেকে কালীঘাটের কাকু। ক্যানভাস ক্রমশ রঙিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − three =