কলকাতা: বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পুরসভা নিয়ে সারদা কর্তার লেখা চিঠি মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। কলকাতার নগর দায়রা আদালতে ওই চিঠি নিয়ে তদন্তের দাবিতে পিটিশন করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই প্রেক্ষিতেই এই নির্দেশ এসেছে। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে বিজেপিকে বিধায়ককে একহাত নিচ্ছে শাসক শিবির। তবে শুভেন্দু অধিকারী নিজের আত্মবিশ্বাস বজায় রেখেছেন। তাঁর কথায়, মজা বুঝিয়ে ছাড়বেন।
অনেক আগেই এই চিঠি সম্পর্কে বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন যে, এটি সারদা কর্তাকে দিয়ে জোর করে লেখানো হয়েছিল। আর এই ইস্যুতে সিবিআই তদন্তের নির্দেশ আসায় তিনি বলছেন, তাঁর কাজটা আরও সহজ হয়েছে। এই চিঠিটা কাকে দিয়ে লেখানো হয়েছিল তা এবার সামনে আসবে। চিঠিটা কে লিখিয়েছিল বেরিয়ে যাবে, সব প্রমাণ হবে। শুভেন্দুর কটাক্ষ, এবার মজা বুঝিয়ে দেবেন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বাইরনের তৃণমূলে আসা আদৌ কি কাকতালীয়? বাইরন ঘিরে কি আগে থেকেই মঞ্চ প্রস্তুত ছিল?” width=”853″>
সারদা কর্তা সুদীপ্ত সেনের অভিযোগ ছিল, বহুতল নির্মাণের জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলেন তিনি। শুভেন্দু অধিকারী তাঁর থেকে আগেও ৯০ লক্ষ টাকা নিয়েছিলেন। যে কারণে টাকা দেওয়া তার সমস্ত কাজকর্ম শেষ করার পরেও কোনও প্ল্যান পাশ করেননি শুভেন্দু। বহু মাস আগে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে এসে তিনি স্পষ্ট দাবি করেন, টাকা নেওয়ার জন্য শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাকমেল করতেন।