শিক্ষা দফতরে ‘লেটার বক্স’, আর্থিক সমস্যা দূর করতে পরামর্শ মুখ্যমন্ত্রীর

শিক্ষা দফতরে ‘লেটার বক্স’, আর্থিক সমস্যা দূর করতে পরামর্শ মুখ্যমন্ত্রীর

কলকাতা: বৃহস্পতিবার কলকাতার বিশ্ব বাংলা মেলাপ্রাঙ্গণে ২০২৩ সালের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে গুরুত্বপূর্ণ এক পরামর্শ দিলেন তিনি। আসলে টাকার অভাবে অনেক পড়ুয়ার পড়াশুনা আটকে যাওয়ার মতো ঘটনা মাঝে মাঝেই সামনে আসে। সেই সমস্যা দূর করতেই এই পরামর্শ দিয়েছেন মমতা। তাঁর স্পষ্ট কথা, পয়সার অভাবে কারও পড়া আটকাবে না। 

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শিক্ষা দফতরে একটি চিঠির বাক্স রাখার নির্দেশ দিয়েছেন। সেই বাক্সে রাজ্যের ছাত্রছাত্রীরা তাঁদের পড়াশোনা সংক্রান্ত আর্থিক সমস্যার কথা জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে সমস্ত চিঠি সেখানে জমা পড়বে, তার প্রত্যেকটি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। নিশ্চিত করা হবে যাতে কোনও ছাত্র-ছাত্রীর পড়াশুনা শুধুমাত্র টাকার অভাবে না বন্ধ হয়ে যায়। আসলে মমতা এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই জানিয়েছেন, তাঁর কাছে এখনও অর্থাভাবে পড়াশোনা করতে না পারার কথা জানিয়ে চিঠি আসে। তাই এই নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছেন তিনি।