শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নাম ঘোষণা, এবার ফিরবে শান্তি?

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নাম ঘোষণা, এবার ফিরবে শান্তি?

কলম্বো: আর্থিক সংকট তথা দেশজুড়ে চলা অচলাবস্থা রোধে বৃহস্পতিবারই শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন প্রবীণ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহে। বুধবার রাতেই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গতাবায়ে রাজাপক্ষে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই দেশ পাবে তাঁদের নতুন এবং পরবর্তী প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সেই বার্তাকেই সত্যি প্রমাণিত করে আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যাতেই দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শ্রীলঙ্কার ইউএনপি দলের সুপ্রিমো রনিল বিক্রমাসিংহে। জানা যাচ্ছে, ষষ্ঠ বারের জন্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। এর আগে পাঁচ বার তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তবে এই মুহূর্তে শ্রীলঙ্কার যা পরিস্থিতি এবং দেশের অচলাবস্থা যেভাবে চরম সীমায় পৌঁছেছে তাতে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে এবারের প্রধানমন্ত্রীত্বের দবায়িতব সামলানো তাঁর জন্য সবথকে কঠিন হবে। 

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী। তাঁর দলের তরফ থেকেও এই খবরই নিশ্চিত করা হয়েছে। এছাড়া শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের একটি প্রতিবেদনেও শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রীর নাম এবং শপথগ্রহণ প্রসঙ্গে একই তথ্য দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গতাবায়ে রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর থেকেই জল্পনা চলছিল যে আগামী প্রধানমন্ত্রী হিসেবে এই দুঁদে রাজনীতিবিদকেই এই দায়িত্ব দিতে চলেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। তাঁদের সেই সম্ভাবনাযই সত্যি প্রমাণিত হল বৃহস্পতিবার দুপুরে।

উল্লেখ্য, দেশের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ প্রসঙ্গে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি গোতাবায়ে রাজাপক্ষে জানান, ‘বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দেশের কার্যক্রম পরিচালনায় নতুন সরকার গঠনে আমি পদক্ষেপ নিচ্ছি। চলতি সপ্তাহেই দেশ পেতে চলেছে তাঁদের পরবর্তী এবং নতুন প্রধানমন্ত্রী।’ তাঁর সঙ্গে সংসদের নতুন সদস্যদের নিয়োগের কাজও চলতি সপ্তাহেই শেষ হবে এবং তাঁদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হবে বলে জানান রাষ্ট্রপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *