সকাল হতেই উদ্ধারকাজে গতি, উদ্বিগ্ন মমতা যেতে পারে করমণ্ডল দুর্ঘটনাস্থলে

সকাল হতেই উদ্ধারকাজে গতি, উদ্বিগ্ন মমতা যেতে পারে করমণ্ডল দুর্ঘটনাস্থলে

কলকাতা: করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, রাজ্য থেকে তিনি ৫-৬ জনের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছেন ঘটনাস্থলে যারা গিয়ে উদ্ধারকারী দল এবং ওড়িশা সরকারকে সাহায্য করবে। সকাল হতেই জানা গেল, ঘটনাস্থলে যেতে পারে খোদ মুখ্যমন্ত্রীও। আবহাওয়ার পরিস্থিতি অনুকূল হলে হেলিকপ্টার করে সেখানে যাওয়ার পরিকল্পনা আছে তাঁর বলে সূত্রের খবর। এদিকে আজ দুর্ঘটনাস্থলে যাবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সারারাত ধরে উদ্ধারকাজ চলার পর ভোরের আলো ফুটতেই সেই কাজে স্বাভাবিকভাবে গতি এসেছে। রাতেই গ্যাস কাটার দিয়ে কামরা কেটে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা শুরু হয়েছে যে কাজ এখনও চলছে। এই আবহে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেল সূত্রে খবর, শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ৮৮, আহত ৬০০ জনেরও বেশি। যদিও সর্বভারতীয় এক সংবাদসংস্থার রিপোর্ট, মৃত্যু হয়েছে ২৩৩ জনের, আহতের সংখ্যা ৯০০-র বেশি।