কলকাতা: পশ্চিমবঙ্গের ম্যানরেগার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাই কেন্দ্রের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২০ জুনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মাসে আবার এই মামলার শুনানি হবে। তবে রাজ্যের কোনও বক্তব্য থাকলে কেন্দ্রের রিপোর্ট দেওয়ার এক সপ্তাহের মধ্যেই তারা জানাতে পারবে বলে জানিয়েছে আদালত।
আজ এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চে রাজ্যের আইনজীবী সম্রাট সেন জানান, ডিসেম্বর ২০২১ সালে থেকে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্যকে। এরপর চার-পাঁচটা একশন টেকেন রিপোর্ট পাঠানো হয়েছে। রাজ্যের দাবি, এফটিও ‘ফাণ্ড ট্রান্সফার অর্ডার’ করার সত্ত্বেও কোনও টাকা কেন্দ্রদেয়নি। তাঁদের একাধিকবার অনুরোধ করার পরেও কিছু ফল হয়নি। এদিকে এই বিষয়ে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল (কেন্দ্র) বিল্বদল ভট্রাচার্য জানান, কেন্দ্রের কাছে রিপোর্ট রয়েছে যে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে, ভুয়ো জব কার্ড বানিয়ে মিথ্যা টেন্ডার দেখিয়ে ম্যানরেগার টাকা লুট করা হয়েছে।
কেন্দ্রের এও বক্তব্য, ২০২১ সালের টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে তবে ২০২২ সালে এক বিজ্ঞপ্তি দিয়ে এই টাকা দেওয়া বন্ধ করা হয়। বাকি সমস্ত ব্যাপারে কেন্দ্রের বক্তব্য জানাতে সময় দেওয়ার আর্জি জানান আইনজীবী। উল্লেখ্য, ম্যানরেগা স্কিমের টাকা কেন বন্ধ করা হল এই প্রশ্ন তুলে অবিলম্বে স্কিম চালু করার দাবিতে দায়ের হয় মামলা। মামলা করেছিল ক্ষেত মজুর কমিটি।