দার্জিলিংয়ের স্কুলেও এবার গরমের ছুটি

দার্জিলিংয়ের স্কুলেও এবার গরমের ছুটি

750a042ab4b9ba02922b73d7994b19ef

দার্জিলিং: তীব্র দাবদাবে নাজেহাল দক্ষিণবঙ্গে স্কুলের ছুটি বাড়িয়ে ১৫ জুন করা হয়েছে৷ পরিস্থিতি বিবেচনা করে ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গরমের হাত থেকে রেহাই পায়নি উত্তরবঙ্গও৷ এবার দার্জিলিং-এর স্কুলেও গরমের ছুটি ঘোষণা করা হল৷ 

২৪ মে থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা ছিল। কিন্তু তীব্র গরমের কারণে ২ মে ছুটি এগিয়ে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটির কথা ঘোষণা করেন। সেই সময় সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। এর পর ৫ জুন স্কুল খোলার কথা থাকলেও, পরিস্থিতি বিবেচনা করে আরও ১০ দিন বাড়ানোর হয় গ্রীষ্মের ছুটি৷ দীর্ঘ ছুটি কাটিয়ে আগামী ১৫ জুন ফের স্কুল খুলছে৷