‘ক্যাশলেস’ স্বাস্থ্যবিমার সুযোগ বাড়ছে, কী সুবিধা হবে সাধারণের

‘ক্যাশলেস’ স্বাস্থ্যবিমার সুযোগ বাড়ছে, কী সুবিধা হবে সাধারণের

কলকাতা: চিকিৎসার খরচ নিয়ে চিন্তা থাকে না এমন মানুষের সংখ্যা নগণ্য। তবে এবার একটা দিশা মিলেছে বলা যায়। ‘ক্যাশলেস’ স্বাস্থ্যবিমার সুযোগ বাড়তে চলেছে একাধিক হাসপাতালে। বিমা নিয়ন্ত্রক সংস্থার (আইআরডিএআই) নয়া নিয়মের ভিত্তিতেই এই বদল। নগদ টাকা দিয়ে চিকিৎসার খরচ মেটানোর ক্ষেত্রে যে অধিকাংশ মানুষ সমস্যার মধ্যে পড়েন তা স্পষ্ট। কিন্তু এই ‘ক্যাশলেস’ স্বাস্থ্যবিমার কারণ সেই মুশকিল আসান হবে বলেই ধারণা। 

আসলে স্বাস্থ্যবিমা করা থাকলেও অনেক ক্ষেত্রেই রোগীর পরিবারকে চিকিৎসার জন্য শুরুর দিকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। বিমার টাকা পরে পাওয়া গেলেও শুরুতেই সেই বড় অঙ্কের নগদ অর্থ জোগাড় করা সমস্যা তৈরি করে। তবে এখন থেকে সেই অসুবিধা হবে না। কারণ বিমা সংস্থাগুলি কোন কোন হাসপাতালে ক্যাশলেস পরিষেবা দেবে, তা তারা নিজেরাই ঠিক করতে পারবে। এতদিন এই সুযোগ তাদের কাছে ছিল না। ইনসিওরেন্স ইনফর্মেশন ব্যুরোর নিজস্ব তালিকা থেকেই হাসপাতাল বেছে নিতে হত বিমা সংস্থাগুলিকে। এখন নয়া নিয়মে নগদ টাকার ঝঞ্ঝাট কমবে বলেই মত।