কলকাতা: যৌনতার আড়ালে প্রতারণার ফাঁদ৷ ডেটিং ওয়েবসাইটে পাতা সেই ফাঁদে পা দিলেই সর্বনাশ৷ এই অ্যাপের নাম লোকান্টো ডেটিং অ্যাপ। সেখানে নাম, ছবি দিয়ে রেজিস্টার করলেই মোবাইলের স্ক্রিনে বিভিন্ন বয়সের মহিলার প্রোফাইল ভেসে উঠবে। পছন্দের প্রোফাইলে ‘লাইক’ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফিরে আসে ‘লাইক ব্যাক’। তারপরই চলে আলাপচারিতা। মাত্র তিন হাজার টাকার বিনিময়ে ফ্ল্যাট, বাড়ি কিংবা হোটেলে একসঙ্গে সময় কাটানোর প্রস্তাব আসে ওই মহিলার কাছ থেকে। সেই আহ্বানে সাড়া দিলেই বিপদ৷ ঘরের ভিতরে ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য কখন যে ক্যামেরাবন্দি হয়ে যাবে, তা বুঝতেও পারবেন না কেউ। তার পরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে সম্মান নষ্টের ভয় দেখিয়ে চলছে প্রতারণার চক্র।
কলকাতা ও বিধাননগর এলাকাজুড়ে এই প্রতারণার জাল বিছিয়েছে একটি গ্যাং। কলকাতা পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ পল্লির কাজ ছেড়ে একদল মহিলা ও তাঁদের ‘বাবুরা’ এই প্রতারণার চক্রব্যূহ রচনা করেছে। তাঁদের মূল টার্গেট কলেজ পড়ুয়ারা।
মাস কয়েক আগে যৌনতার জালে পা দেন উত্তরপ্রদেশ থেকে এমবিএ করতে আসা ২২ বছরের এক যুবক। গল্ফগ্রিনে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। আড়াই হাজার টাকার বিনিময়ে ওই ফ্ল্যাটে দেখা করতে আসেন ডেটিং অ্যাপের এক মহিলা। সঙ্গে আসেন আরও এক মহিলা৷ বলা হয় ‘নিরাপত্তার’ জন্যে তিনি বন্ধুকে সঙ্গে এনেছেন। তিনি বাইরে থাকবেন। তবে দরজায় ছিটকিনি দেওয়া যাবে না।’ মহিলার কথা মেনেই ঘনিষ্ঠ হন ওই যুবক৷ ততক্ষণে দরজার ফাঁক দিয়ে শুরু হয় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রেকর্ডিং। অভিযোগ, সময় কাটানোর পর পূর্ব নির্ধারিত অর্থের চেয়ে বেশি টাকা দাবি করেন ওই মহিলা। নগদ না থাকায় পড়ুয়ার মোবাইল নিয়ে পেমেন্ট অ্যাপ খুলে কিউ-আর কোড স্ক্যান করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৭ হাজার টাকা এক ‘রহস্যময়’ ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>