আসানসোল: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে এদিন আবার আদালতে ভার্চুয়ালি হাজির করানো হয়েছিল। শরীর খারাপের কথা বলে এর আগে একাধিকবার জামিন চেয়েছিলেন তিনি, কিন্তু তা খারিজ হয়। আজও তাইই হয়েছে। যদিও এদিন অনুব্রত মণ্ডল বিচারককে নিজের শরীর খারাপের বিষয়ে বিস্তারিতভাবে জানান। তাতেও যে খুব লাভ হয়েছে তা নয়, তবে অনুব্রত মণ্ডলকে জামিনের জন্য আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হতে বলেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।
এদিন আদালতে অনুব্রত জানান, তাঁর শরীর ভাল যাচ্ছে না। শরীরে খুব যন্ত্রণা। ব্যালান্স পাচ্ছেন না তিনি। তাই যেন তাঁর জামিনের ব্যবস্থা করা হয়। এই কথা শুনে তাঁকে বিচারক বলেন, হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করেছে। আগে ওখানে জামিন পেতে হবে। আর রইল কথা শারীরিক অসুস্থতার, জেল কর্তৃপক্ষকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারক। সুতরাং একটা কথা নিশ্চিত, শারীরিক অসুস্থতার কারণ বলে তৃণমূল নেতার জামিন পাওয়া আপাতত খুবই মুশকিল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে নামল সিবিআই। অয়ন শীলের বাড়িতেও সিবিআই।” width=”853″>
এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি আছেন অনুব্রত মণ্ডল। সেখানেই জেল বন্দি তাঁর মেয়ে সুকন্যা, হিসাবরক্ষক মণীশ কোঠারি, দেহরক্ষী সায়গল হোসেন। এদিন আদালত তাঁর সঙ্গেও কথা বলে। ইতিমধ্যেই জানা গিয়েছে, সায়গলের কাছ থেকে মোট ৩৬ লক্ষ ৬৭ হাজার ৭০৯ টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ৭০ হাজার টাকার সোনার গয়না। আর একটি ১৭ হাজার টাকার রুপোর গয়না। তার মধ্যে তিনটি গয়না ফেরত দেওয়া যেতে পারে।