কলকাতা: প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন একাধিক হাই প্রোফাইল বন্দি৷ গত বছর জুলাই মাস থেকে প্রেসিডেন্সি জেলের বাসিন্দা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রয়েছেন বিধায়ক মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষের মতো নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অন্যান্য অপরাধীরাও৷ পাশাপাশি সেখানে রয়েছেন মুসার মতো জঙ্গিরাও৷ ইতিমধ্যে সেখানে জেলে বেশ কয়েকবার অপদস্থ হতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কখনও ‘চোর’ বলে কটাক্ষ করা হয়েছে, কখনও আবার ‘মোটা’ বলে চটানো হয়েছে৷ কখনও আবার তাঁর দিকে মলভর্তি মগ ছুড়ে মেরেছে জঙ্গি মুসা। সে সব দিক বিবেচনা করেই জেলের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে উদ্যোগী জেল কর্তৃপক্ষ৷ তাই জেলে বসানো হচ্ছে নতুন সিসি ক্যামেরা৷
জেল সূত্রে জানা যাচ্ছে, প্রেসিডেন্সি জেলের বহু সিসি ক্যামেরাই ঠিক মতো কাজ করছে না। এদিকে, এই সংশোধনাগারে রয়েছে মার্কিন তথ্যকেন্দ্রে হামলার অন্যতম অভিযুক্ত আফতাব আনসারি, কুখ্যাত জঙ্গি মুসার মতো দুষ্কৃতীরা৷ এরই মধ্যে জেলের ভিতর থেকে মাঝেমধ্যেই মোবাইল উদ্ধার হচ্ছে। এমনকী সেলের ভিতরে নেশার সামগ্রীও চোরা পথে পৌঁছচ্ছে। কড়া পাহারা থাকলেও এই সব ঘটনায় চিন্তায় রয়েছেন জেলার। প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে অপ্রীতিকর ঘটনা এড়াতেই নতুন করে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সরকারিভাবে কোনওরকম ভিআইপি বন্দির তকমা দেওনা না হলেও প্রাক্তন মন্ত্রী হিসেবে জেলে ও সেলের ভিতর পার্থ চট্টোপাধ্যায়কে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়ে থাকে। এক জেল আধিকারিকের কথায়, পার্থবাবুর সেলের বাইরে নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা থেকে সিসি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু শুধু পার্থ চট্টোপাধ্যায়ের সেলের বাইরেই নয়, জেলের ভিতরে আরও কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা কাজ করছে না। তাই নতুন ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>