নিজ কেন্দ্র নন্দীগ্রামেই সভা করার অনুমতি পাচ্ছেন না শুভেন্দু! দ্বারস্থ হাই কোর্টের

নিজ কেন্দ্র নন্দীগ্রামেই সভা করার অনুমতি পাচ্ছেন না শুভেন্দু! দ্বারস্থ হাই কোর্টের

কলকাতা:  নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েই রাজ্যের বিধায়ক হয়েছেন তিনি৷ অথচ, সেই নন্দীগ্রামেই সভা করার অনুমতি পাচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগ নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। বিরোধী দলনেতাকে মমলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি৷ 

নন্দীগ্রামের কার্যালয়ের সামনে থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে পুলিশের তৈরি করা পোর্টালে আবেদন করেছিল বিজেপি। কিন্তু সেই অনুমতি মেলেনি৷ অবশেষে বিচারপতি রাজা শেখার মান্থার এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামীকাল শুনানি সম্ভাবনা। শুভেন্দু যে কর্মসূচির জন্য আবেদন করেছেন, সেটি হওয়ার কথা আগামী ১৬ জুন৷ 

যদিও শুভেন্দুর দলীয় কর্মসূচিতে সরকারের অনুমতি না দেওয়ার ঘটনা প্রথম নয়। এর আগেও এমনই অভিযোগ তুলে বেশ কয়েক বার আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। বিচারপতি মান্থার এজলাসেও উঠেছিল সেই মামলা।