কলকাতা: কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে। সকাল ১১টা নাগাদ অভিষেক-পত্নীতে তলব করেছিল ইডি। তবে বেলা সাড়ে ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা সিজিও কমপ্লেক্স। ইডির দফতরে প্রবেশ নিয়ে কড়া পুলিশ। ইডির দফতরের বাইরে বিধাননগর থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা কমপ্লেক্স ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সূত্রের খবর, রুজিরাকে জেরা করতে দিল্লি থেকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে এসেছেন ইডির আধিকারিকেরা৷
সোমবার দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি’র একটি মামলায় তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি রয়েছে৷ তাই তিনি বিদেশ যেতে পারবেন না৷ এরপর বিমানবন্দরেই রুজিরাকে হাজিরার নোটিশ ধরায় ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য নয়াদিল্লি থেকে গতকালই কলকাতায় এসে পৌঁছেছে ইডি-র একটি তদন্তকারী দল। অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবেদর জন্য জোর প্রস্তুতি চলছে। ইডি সূত্রে খবর, রুজিরাকে বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হতে পারে। রুজিরার বিদেশ যাত্রার বিষয়ে আদালতের ঠিক কী নির্দেশ রয়েছে সেটাও জানতে চাইতে পারেন গোয়েন্দারা। প্রশ্নপত্র তৈরি করা হয়ে গিয়েছে৷ দিল্লি থেকে আসা এক জন আধিকারিক হলেন পঙ্কজ কুমার। তাঁর সঙ্গেই এসেছেন সহকারী ডিরেক্টর পদের আরও এক কর্তা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>