প্রতিবেশী বৌদির সঙ্গে প্রেমের সম্পর্ক! রাতের অন্ধকারে বৌদির সঙ্গে দেখা করতে এসে স্বামীর হাতে খুন যুবক। ধারালো অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর মাছ বাজার এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত সোমনাথ পাল শান্তিপুর থানার গোবিন্দপুরের উত্তরপাড়ার বাসিন্দা। বয়স আনুমানিক ২৭ বছর। বৃহস্পতিবার রাতে গোবিন্দপুর মাছ বাজারের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে যুবকের গলা কাটা, ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে যুবককে। সোমনাথের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই হাসপাতালে এসে ভিড় করেন প্রতিবেশি, পরিচিতরা।
স্থানীয় সূত্রের খবর, শান্তিপুর থানার বাগদেবীপুর এলাকার এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল সোমনাথ। তাঁদের অবৈধ সম্পর্কের বিষয়ে জানতে পেরে এর আগেও ওই মহিলার স্বামী সুজিত বিশ্বাস, সোমনাথ পালের বাড়িতে এসে হুমকি দিয়ে যায় তাঁকে। কিন্তু, অশান্তি সত্ত্বেও তাঁদের সম্পর্কে ছেদ পড়েনি। স্বামীর হুমকি উপেক্ষা করে প্রতিবেশি দেওরের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যায় প্রতিবেশি ওই বৌদি। সেই রোষ এসে পরে সোমনাথের উপর।
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আটকাতে ধারালো অস্ত্র দিয়ে সোমনাথকে কুপিয়ে খুন করে স্বামী সুজিত বিশ্বাস। এরপর নিজেই শান্তিপুর থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, সোমনাথকে খুনের কথা নিজে মুখেই স্বীকার করেছে সুজিত। ঘটনার আকস্মিকতায় হতবাক শান্তিপুরবাসী।
জানা গেছে, স্থানীয় এক আটা কলে কাজ করত সোমনাথ পাল। পরিবারের একমাত্র ছেলের এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। অভিযুক্ত সুজিত বিশ্বাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার স্ত্রীকেও। মৃত সোমনাথ পালের দেহ ময়না তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, এক মাত্র ছেলেকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে যুবকের পরিবারে।