কলকাতা: ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। এই ঘোষণার পরেই বিজেপি সহ বিরোধীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একাধিক দাবিতে। এই দাবিগুলির মধ্যে সবথেকে বড় দাবিই হল ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। কিন্তু হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়েছে, এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্যই। সেই প্রেক্ষিতে আপাতত জানা গিয়েছে, ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে নয় নবান্ন। বরং তারা অন্য রাজ্য থেকে সশস্ত্র পুলিশ বাহিনী চেয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্য সরকার মনে করছে এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা নেই এই পঞ্চায়েত ভোটে। এই বিষয়ে শীর্ষ আমলারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই সব বুথে সশস্ত্র পুলিশ বাহিনী দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তাও অন্য রাজ্যের। কিন্তু কোন কোন রাজ্য থেকে পুলিশ বাহিনী আনার পরিকল্পনা করছে নবান্ন? জানা গিয়েছে, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে বাহিনী চাইতে পারে নবান্ন। অবশ্যই সেইসব রাজ্যকে আগে বাংলার আর্জিতে সম্মত হতে হবে। এই ভিনরাজ্যের পুলিশ ছাড়াও ভোটে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ তো থাকছেই।
এদিকে জানা গিয়েছে, আদালতের পর্যবেক্ষণের পর মনোনয়নের দিন বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘোষণা করে ৯ জুন থেকে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু এবং তা চলবে ১৫ জুন পর্যন্ত। আর ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কিন্তু এই সময় নিয়ে বিরোধিতা করেছে বিজেপি সহ একাধিক বিরোধী দল। এত কম সময়ে মনোনয়ন জমা হবে কী ভাবে, এই প্রশ্ন। আদালতও একই পর্যবেক্ষণ করায় মনোনয়ন জমা দেওয়ার জন্য আরও কয়েক দিন সময় বাড়ানোর কথা ভাবছে নির্বাচন কমিশন।