কলকাতা: এবার আইআইএম কলকাতা থেকে লিডারশিপ ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেওয়া হবে স্কুলের প্রধান শিক্ষকদের। রাজ্যের প্রায় ২০০০ স্কুলের প্রধান শিক্ষককে এই প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে এই প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া হবে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, সপ্তাহান্তে শনি এবং রবিবার করে এই ট্রেনিং হবে। প্রথম ব্যাচে রয়েছেন মোট ১৪০ জন শিক্ষক। তাঁদের জন্য ১৭ এবং ১৮ জুনের ক্লাস নির্ধারণ করা হয়েছে। জোকায় আইআইএম কলকাতার মূল ক্যাম্পাসে চলবে প্রশিক্ষণ শিবির। রাজ্যের প্রায় ৭০০০টি স্কুলের মধ্যে ২০০০ স্কুলকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ১২-১৩টি ব্যাচে প্রশিক্ষণ পর্ব চলবে।
স্কুলের প্রধান শিক্ষকদের নানা দায়িত্ব পালন করতে হয়৷ একসঙ্গে একাধিক সরকারি প্রকল্পের কাজ চলছে৷ তাছাড়াও রয়েছে নির্মাণ সংক্রান্ত কাজ, ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রভৃতি৷ অনেক সময় অল্প লোকবলের উপর ভর করেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সব কাজ শেষ করাটা তাঁদের কাছে চ্যালেঞ্জ হয়ে ওঠে৷ প্রশিক্ষণ নেওয়া থাকলে সেসব কাজ সামলানো অনেকটাই সুবিধাজনক হবে প্রধান শিক্ষকদের কাছে। প্রসঙ্গত, এর আগেও বেশ কিছু প্রধান শিক্ষক এই প্রশিক্ষণ নিয়েছিলেন সেবার উদ্যোগ নিয়েছিল স্কুলশিক্ষা দফতর৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>