সিডনি: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রচার সারছেন। কিন্তু হঠাৎ করেই তাঁর কর্মসূচিতে আলোড়ন পড়ে গেল। আরে মরিসনের প্রচারে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন কীভাবে। এভাবে কোনও নিরাপত্তারক্ষী ছাড়া তিনি কীভাবে ঘুরতে পারছেন। সব থেকে বড় কথা, তিনি অস্ট্রেলিয়ার প্রবেশ করলেন কী করে? কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের মনে একাধিক প্রশ্ন আসতে শুরু করে। আর পাশাপাশি স্কট মরিসনের লাইম লাইট চলে যায় কিম জং-উনের দিকে।
তিনি আসলে কিমের ‘লুকঅ্যালাইক’। অর্থাৎ ওই ব্যক্তি একেবারে কিম জং উনের মতো দেখতে। শুধু কিম জং উনের মতো দেখতে নয়, কিং জং উনের মতো চুলের স্টাইল, চোখের চশমা, পোশাকের ধরন এমনকী জনগণের উদ্দেশে হাত নাড়া। কিছুক্ষণ ওই ব্যক্তিকে দেখে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি শুরু হয়। কিন্তু খানিকক্ষণের মধ্যে বিভ্রান্তি কেটে গেলে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে চলে যেতে বলেন। কৌতুক সুরে ওই ব্যক্তি বলেন, একজন সুপ্রিম নেতাকে বলতে পারেন না, তিনি কী করবেন।
জানা গিয়েছে, এই কিমের নাম হাওয়ার্ড এক্স। অতীতেও তিনি একাধিকবার ভাইরাল হয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের নির্বাচনী প্রচারে নিরাপত্তার আঁটোসাটো ছিল। তারপরেও এই হাওয়ার্ড এক্স কীভাবে সেখানে প্রবেশ করলেন, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার পুলিশ তদন্ত করতে শুরু করেছে। হাওয়ার্ড এক্সকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গিয়েছে।
অন্য দিকে, উত্তর কোরিয়ার সুপ্রিম নেতা কিম জং উন মোটেই ভালো নেই। উত্তর কোরিয়া করোনা ভাইরাস ছড়াতে শুরু করেছে। করোনায় আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা মহামারীর দুই বছর অতিক্রম করলেও কিম জং উনকে মাস্ক পরতে দেখা যায়। দেশে করোনায় মৃত্যুর সঙ্গে সঙ্গে তিনি মাস্ক পরা শুরু করেছেন বলে জানা গিয়েছে।