কলকাতা: আজ পঞ্চায়েত মামলার শুনানি সম্পন্ন হয়েছে। অনুমান করা হচ্ছিল যে, এদিন রায়দান স্থগিত রাখা হয়েছে কারণ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা হবে। কিন্তু জানা গেল, তা হচ্ছে না। তবে মঙ্গলবার না হলেও চলতি সপ্তাহে রায়দানের সম্ভাবনা আছে। কিন্তু কেন হচ্ছে না আগামীকাল রায়দান?
জানা গিয়েছে, আগামীকালের জন্য কলকাতা হাইকোর্টের নিয়মিত তালিকায় নেই এই পঞ্চায়েত মামলা। সেই কারণেই এই মামলা নিয়ে কোনও সিদ্ধান্ত নেবে না আদালত। তবে চলতি সপ্তাহে কবে রায়দান হবে সেই ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে পঞ্চায়েত ভোট পিছনোর একটা আভাস মিলেছে। অনুমান করা হচ্ছে, কমপক্ষে ৬ দিন পিছতে পারে ভোট। অন্যদিকে এও অনুমান, মনোনয়ন জমা দেওয়ার জন্য দু’ দিন বাড়তি সময় পেতে পারেন সম্ভাব্য প্রার্থীরা। এমন সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। এক্ষেত্রেও কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ রয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পঞ্চায়েত নির্বাচনের প্রচারে রাজ্য নেতাতেই ভরসা রাখছে কেন্দ্রীও বিজেপি। Panchayat Election 2023″ width=”789″>
এছাড়াও আজ পঞ্চায়েত মামলার প্রথম দফার শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন করা হয় তাহলে তারা রাজ্য পুলিশের সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে। যদিও সকালের শুনানিতেই পঞ্চায়েত ভোট পিছনোর বিরোধিতা করেন রাজ্যের কৌঁসুলী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত ৯ জুন কোন দলের কত মনোনয়ন জমা পড়েছে, সেই পরিসংখ্যান তুলে তিনি বলেন, ‘‘৪ হাজারের বেশি মনোনয়ন জমা পড়েছে বিজেপি’র। সময় কম হলে কী করে এত মনোনয়ন জমা পড়ল?’’ তবে পঞ্চায়েত মামলার শুনানিতে বিচারপতি একটা বিষয় স্পষ্ট করেছেন যে, আদালত কোনও রাজনৈতিক দল নিয়ে চিন্তিত নন। বরং তাদের চিন্তা ভোটারদের নিয়ে। তারা যাতে সুষ্ঠুভাবে ভোট দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।