কলকাতা: ওপাড় বাংলা থেকে এপাড় বাংলায় এল মরশুমের নজরানা৷ ফি বছরের মতো এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি সূত্রে খবর, প্রায় ৬০০ কেজি হিমসাগর এবং ল্যাংড়া আম এসে পৌঁছেছে বাংলাদেশ থেকে। সোমবার যশোরের বেনাপোল বন্দর-হরিদাসপুরে হয়ে উপহারের আম এসে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে।
প্রতি বছরই আমের মরসুমে ‘বোন’ মমতার জন্য উপহার আসে হাসিনার দেশ থেকে। শুধু মমতাই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এহেন উপহার পাঠিয়ে থাকেন পড়শি দেশের প্রধানমন্ত্রী। আবার এপাড় বাংলা থেকেও নানা সময়ে উপহার পাঠিয়ে থাকেন মুখ্যমন্ত্রী। দুর্গা পুজোর সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শাড়ি উপহার পাঠিয়েছিলেন মমতা। পাঠানো হয় রসালো আমও৷ আবার বর্ষার মরসুমে পদ্মার ইলিশ আসে ভারতে। যদিও সেটা বাণিজ্যিক পথেই আদানপ্রদান করা হয়ে থাকে।
এপার বাংলায় যেমন মালদহের আম বিখ্যাত, তেমনই ওপারে রাজশাহীর আমের রয়েছে সুনাম৷ রাজশাহীর কানসাট হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমবাজার। সেখান থেকে শুধুমাত্র বাংলাদেশের নানা প্রান্তেই নয়, আম যায় ভারত, নেপাল, মায়ানমার, ভুটান, থাইল্যান্ড সহ পৃথিবীর নানা প্রান্তে৷ তবে কালীঘাটে এই আম এল নেহাতই উপহার হিসাবে৷ এমনিতেই মমতা ও হাসিনার সম্পর্ক বরাবরই ভাল। গত বছর সেপ্টেম্বর মাসে হাসিনার ভারত সফরে কেন বাংলা ‘ব্রাত্য’ তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাসিনা বলেছিলেন, ‘‘মমতা আমার বোনের মতো এবং আমরা যে কোনও সময় দেখা করতে পারি। কিছু সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে হয়৷ সেটা ব্যক্তিগত। যেমন গান্ধীদের সঙ্গে আমার সম্পর্ক।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>