জব্বলপুর: ব্যাপম, রেশন, ই-টেন্ডার থেকে খনি, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে দুর্নীতির দীর্ঘ তালিকা তুলে ধরে তুলোধোনা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারের বিরুদ্ধে ২২৫টি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তাঁর আরও দাবি, গত ২২০ মাসে এ রাজ্যে মাত্র ২১ জনকে সরকারি চাকরি দিতে পেরেছে বিজেপি সরকার।
বছর শেষে মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। তার পরেই লোকসভা ভোট৷ কর্ণাটকে সাফল্যের পর কংগ্রেসের পাখির চোখ এখন মধ্যপ্রদেশ৷ সোমবার জব্বলপুরের গৌরীঘাটে মা নর্মদাকে পুজো দিয়েই বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।
সোমবার বিমানবন্দরে নামার পর সোজা নর্মদার ঘাটে গিয়ে পুজো দেন প্রিয়াঙ্কা। সেখান থেকে সোজা সমাবেশে। সেখানে বিজেপি’কে এক হাত নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘এ রাজ্যের প্রতি মাসেই নতুন নতুন কেলেঙ্কারির ঘটনা ঘটাচ্ছে সরকার।’ শুধু বিজেপি সরকারের সমালোচনা করেই ক্ষান্ত থাকেননি প্রিয়াঙ্কা, মধ্যপ্রদেশবাসীর মন জয়েরও চেষ্টা করেন। রাজ্যে পালাবদল ঘটলে একাধিক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়িত করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি৷ প্রিয়াঙ্কার প্রতিশ্রুতি, মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা, ৫০০ টাকায় রান্নার গ্যাস ও ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। সেই সঙ্গে পুরনো পেনশন স্কিম চালু করার কথাও জানিয়েছেন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>