কলকাতা: ভারতীয় সেনাবাহিনীতে পাকিস্তানি নাগরিক! চক্রান্ত করে আইএসআই ভারতীয় সেনার লোক ঢোকানোর চেষ্টা করছে বলে সন্দেহ৷ নাগরিকত্ব এড়িয়ে কী ভাবে তাদের নিয়োগ হল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। এই দুই পাক নাগরিক এই মুহূর্তে ব্যারাকপুরে সেনা ক্যাম্পে কর্মরত৷ ইতিমধ্যেই সেনায় নিয়োগে দুর্নীতি চক্রের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছে। এই নিয়োগের নেপথ্যে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ বিচারপতি রাজাশেখর মান্থা। অবিলম্বে সিআইডি-কে অভিযোগ গ্রহণের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট৷
এদিন, অভিযোগ শোনার পরেই বিচারপতি মান্থা বলেন, “মারাত্মক অভিযোগ, দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে৷’’ সেই সঙ্গে সিবিআই, জিওসি ইস্টার্ন কমান্ড ও মিলিটারি পুলিশকে মামলার পার্টি করার নির্দেশ দেন তিনি৷
ব্যারাকপুরের সেনা ছাউনিতে কর্মরত ওই দুই পাকিস্তানি নাগরিকের নাম জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমার বলে জানা গিয়েছে। অভিযোগ, পাকিস্তান থেকে এসে তাঁরা ভারতীয় সেনায় যোগ দিয়েছেন। সরকারি পরীক্ষা দিয়েই নিয়োগ পেয়েছেন৷ তবে ওই পরীক্ষায় প্রয়োজনীয় নথিপত্র জাল করে চাকরি পেয়েছেন বলেই অভিযোগ৷ এর নেপথ্যে বড়সড় চক্র রয়েছে বলে আদালতে দাবি করেছেন মামলাকারী।
অভিযোগ, রাজ্য পুলিশ, ভিনরাজ্যের পুলিশ, সেনাতে কর্মরত আধিকারিক ও প্রভাবশালী ব্যক্তিরা এর সঙ্গে যুক্ত রয়েছে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। বিচারপতির পর্যবেক্ষণ, দেশের নিরাপত্তার প্রেক্ষিতে এই অভিযোগ অত্যন্ত গুরুতর। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, এর সঙ্গে জড়িত থাকতে পারে।